Myanmar Bangkok Earthqake: ভূমিকম্পে ধ্বংসস্তূপ মায়ানমার, তীব্র কম্পন বাংলাদেশেও, কাঁপল পশ্চিমবঙ্গও, কেন?

শুক্রবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক-সহ বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। এদিকে, বাংলাদেশেও ৭.৩ মাত্রার কম্পন অনুভূত হয়। কলকাতা পর্যন্ত পৌঁছায় মৃদু কম্পন।

Advertisement
ভূমিকম্পে ধ্বংসস্তূপ মায়ানমার, তীব্র কম্পন বাংলাদেশেও, কাঁপল পশ্চিমবঙ্গও, কেন?মায়ানমারে ভূমিকম্প, কম্পন কলকাতাতেও

শুক্রবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক-সহ বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। এদিকে, বাংলাদেশেও ৭.৩ মাত্রার কম্পন অনুভূত হয়। কলকাতা পর্যন্ত পৌঁছায় মৃদু কম্পন।

ঠিক কেন ভূমিকম্প হল?
মায়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পের প্রধান কারণ হল টেকটোনিক প্লেটের সংঘর্ষ এবং সরণ। এই অঞ্চলে ইন্ডো-অস্ট্রেলিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের মধ্যে লাগাতার সংঘর্ষ হতে থাকে। এই অঞ্চলে একাধিক ফল্ট লাইন (ভূত্বকের ফাটল) রয়েছে। এর মধ্যে অন্যতম হল শান ফল্ট। এটি একটি অ্যাকটিভ ট্রান্সফর্ম ফল্ট। সহজ বাংলায়, ভূত্বকের এই অংশে প্লেটগুলো বারবার পাশাপাশি সরতে থাকে। এই ঘর্ষণের ফলেই ভূমিকম্পের সৃষ্টি হয়।



শুধু তাই নয়, এই অঞ্চলটি রিং অব ফায়ারের কাছেই অবস্থিত। এখানে টেকটোনিক প্লেটের ক্রমাগত নড়াচড়া হতে থাকে। সেই কারণে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাত বেশি হয়।

থাইল্যান্ডে বিমানবন্দর বন্ধ, শেয়ার বাজারে স্থগিত লেনদেন
ভূমিকম্পের জেরে থাইল্যান্ডে সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দর এবং সাবওয়ে পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আফটারশকের আশঙ্কায় সব ফ্লাইট বাতিল করা হয়। থাইল্যান্ডের শেয়ার বাজারেও লেনদেন স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে Reuters

মায়ানমারের মান্দালয় বিমানবন্দরে আতঙ্ক
মায়ানমারের মান্দালয় শহরের কাছে ৭.৭ মাত্রার ভূমিকম্পের সময় আতঙ্কে বিমানবন্দরের যাত্রীরা রানওয়েতে গিয়ে আশ্রয় নেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তীব্র কম্পনের কারণে যাত্রীরা টারমাকে বসে লুকিয়ে পড়েন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্স পোস্ট
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূমিকম্পে উদ্বেগ প্রকাশ করে এক্সে (Twitter) লেখেন, 'মায়ানমার এবং থাইল্যান্ডে ভূমিকম্প পরিস্থিতি নিয়ে আমি চিন্তিত। সবার নিরাপত্তা এবং মঙ্গল কামনা করি। ভারত সমস্ত রকম সাহায্যের জন্য প্রস্তুত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রস্তুত থাকতে বলেছি। পাশাপাশি, বিদেশ মন্ত্রককে মায়ানমার এবং থাইল্যান্ড সরকারের সঙ্গে যোগাযোগ রাখতে বলেছি।'

Advertisement

ভারতে মেঘালয়েও কম্পন অনুভূত
জাতীয় ভূকম্পন কেন্দ্রের (NCS) রিপোর্ট অনুযায়ী, মেঘালয়ের ইস্ট গারো হিলসেও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.০।

দক্ষিণ মায়ানমারে কয়েক মিনিট স্থায়ী কম্পন
মায়ানমারের দক্ষিণে ইয়াঙ্গুনের বাসিন্দারা জানান, কম্পন কয়েক মিনিট ধরে চলে। স্থানীয় এক ব্যক্তি CNN-কে বলেন, 'ভূমিকম্পটি তিন থেকে চার মিনিট ধরে হয়েই চলেছিল। প্রচণ্ড ঝাঁকুনি হচ্ছিল। আমাদের বাড়িঘর কাঁপছিল।'

এর আগের দিন মধ্যপ্রদেশেও ভূমিকম্প
বৃহস্পতিবার মধ্যপ্রদেশের সিংরাউলি শহরেও ৩.৫ মাত্রার হালকা ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২৪.২১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮২.৫৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। কম্পনের গভীরতা ছিল ৫ কিলোমিটার।

POST A COMMENT
Advertisement