Myanmar Earthquake Photos: ভূমিকম্প-বিধ্বস্ত মায়ানমারে মৃত ৬৯৪, ধ্বংসস্তূপের মাঝে শুধুই হাহাকারের ছবি

সকাল ১১:৩০টা। ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার, ব্যাংকক। রিখটার স্কেলে ৭.৭ মাত্রার ভূমিকম্প যথেষ্ট শক্তিশালী। ঘটনায় এখনও পর্যন্ত(শনিবার সকাল ০৭.১২) ১৪৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ বহু। ভূমিকম্পের কেন্দ্রস্থল মায়ানমারের মান্দালয় শহর। কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে,  ভারত, থাইল্যান্ড, বাংলাদেশ এবং চিনেও তা টের পাওয়া গিয়েছিল।

Advertisement
ভূমিকম্প-বিধ্বস্ত মায়ানমারে মৃত ৬৯৪,  ধ্বংসস্তূপের মাঝে শুধুই হাহাকারের ছবিমায়ানমারে মাত্র আট সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে ব্যাপক ক্ষতি হয়েছে।

সকাল ১১:৩০টা। ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার, ব্যাংকক। রিখটার স্কেলে ৭.৭ মাত্রার ভূমিকম্প যথেষ্ট শক্তিশালী। ঘটনায় এখনও পর্যন্ত(শনিবার সকাল ০৭.১২) ৬৯৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ বহু। ভূমিকম্পের কেন্দ্রস্থল মায়ানমারের মান্দালয় শহর। কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে,  ভারত, থাইল্যান্ড, বাংলাদেশ এবং চিনেও তা টের পাওয়া গিয়েছিল।

ভূমিকম্পে মায়ানমারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমেরিকার বিশেষজ্ঞদের আশঙ্কা, ভূমিকম্পে আহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।


মায়ানমারে এত ভূমিকম্প কেন হয়?

মায়ানমারে গড়ে প্রতি মাসে ৮টি ভূমিকম্প হয়। রিং অফ ফায়ারের একেবারে কাছেই অবস্থিত এই দেশ। এই রিং অফ ফায়ার অঞ্চলেই পর পর সক্রিয় আগ্নেয়গিরি। এই অংশই দুইটি টেকটনিক প্লেটের সংযোগস্থল। ফলে প্লেটগুলির ঘর্ষণ হলেই ভূমিকম্প হয়। এই রিং অফ ফায়ার বলয়ের মধ্যেই বিশ্বের ৮১ শতাংশ ভূমিকম্প ঘটে।

ভারতের কোনও শহরে এমন ভূমিকম্প হলে কী প্রভাব পড়বে?

ভারতের দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু বা চেন্নাইয়ের মতো শহরগুলিতে রিখটার স্কেলে ৭.৭ মাত্রার ভূমিকম্প হলে পরিস্থিতি মোটেও ভাল হবে না।কারণ মায়ানমার ভূমিকম্পপ্রবণ এলাকা হওয়ায় সেখানে নির্মাণশৈলীতে এই বিষয়টি মাথায় রাখা হয়। কিন্তু ভারতে সাধারণ বাড়ি, বহুতলের ক্ষেত্রে এগুলি মানা হয় না। এর ফলে এখানকার ৭০ থেকে ৮০ শতাংশ বাড়ি, বিল্ডিং সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেতে পারে। তাছাড়া এগুলি ঘনবসতিপূর্ণ শহর। ফলে পরিস্থিতি কেমন হতে পারে তা সহজেই অনুমেয়।

ভারতের এর থেকে শিক্ষা নেওয়া উচিত

বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প কখন আসবে তার কোনও ঠিক নেই। কিন্তু বাড়ি বা বহুতল তৈরির সময় শুরু থেকেই এই বিষয়টি মাথায় রাখা প্রয়োজন। নির্মাণশৈলী এমন হওয়া প্রয়োজন, যাতে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কম হয়। সরকারি স্তরে সেই নিয়ম জারি হওয়া প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের।

১৯৫০ সালে অসমে ৮.৬ মাত্রার একটি ভূমিকম্প হয়। তাতে প্রায় ৫ হাজার মানুষ নিহত হয়। যদি ৭ মাত্রার ভূমিকম্প হয়, তাহলে এর অর্থ হল এটি জাপানের হিরোশিমায় ফেলা ৭০০টি পারমাণবিক বোমার সমতুল্য। তাই ভারতের উচিত মায়ানমারের ভূমিকম্প থেকে শিক্ষা নেওয়া।

Advertisement

২৮শে মার্চ (শুক্রবার) ৮ সেকেন্ডের একটি ভূমিকম্পে বিশ্বের ৫টি দেশ কেঁপে ওঠে। বড় বড় বিল্ডিং ধসে পড়েছে। রাস্তাঘাটের মাঝে গভীর খাদের সৃষ্টি হয়েছে। বিমান চলাচল বন্ধ। ভূমিকম্পে ৯০০ কিলোমিটার দূরে ব্যাংককেও ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।

মায়ানমারের রাজধানীতে ১,০০০ শয্যার হাসপাতালের ব্যাপক ক্ষতি

মায়ানমারের সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবারের ভূমিকম্পে রাজধানী নেপিদোর ১,০০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতালের একাংশ ধসে পড়ে। 

রাষ্ট্রসংঘ - ত্রাণ পাঠানোর প্রস্তুতি চলছে

রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিভিন্ন দেশ থেকে ত্রাণ সামগ্রী পাঠানো হবে। ইতিমধ্যেই, মায়ানমার অন্যান্য দেশের কাছ থেকেও তাৎক্ষণিক সহায়তা চেয়েছে। ভারত ইতিমধ্যেই ১৫ টন ত্রাণ মায়ানমারের উদ্দেশে পাঠাতে শুরু করেছে।

ব্যাংককে বিল্ডিং ধসে ৯ জনের মৃত্যু

রয়টার্স সূত্রে খবর, ব্যাংককে একটি বিল্ডিং ধসে ৯ জনের মৃত্যু হয়েছে। থাইল্যান্ডে মৃতের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। থাইল্যান্ডের রাজধানী নির্মাণাধীন একটি নির্মীয়মান বহুতল ধসে আটজনের মৃত্যু হয়েছে। 

ব্যাংককে ভারতীয় দূতাবাস  

ভারতীয়দের কাছে ব্যাংকক একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। কর্মসূত্রেও বহু ভারতীয় সেখানে থাকেন। এমতাবস্থায় থাইল্যান্ডে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের জন্য এমার্জেন্সি নম্বর ইস্যু করেছে ব্যাংককের ভারতীয় দূতাবাস। +66 618819218 নম্বরে ফোন করে যোগাযোগ করা যাবে।  

POST A COMMENT
Advertisement