ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার। পরপর দু'টি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.২।
বিশাল ভূমিকম্পের ফলে মায়ানমারের মান্দালয়ের ঐতিহাসিক আভা সেতু ইরাবতী নদীতে ভেঙে পড়েছে। বেশ কয়েকটি বহুতল ভেঙে পড়েছে।
ভারতীয় সময় সকাল ১১:৫০ মিনিটে ১০ কিলোমিটার গভীরে অনুভূত হয়েছিল ভূমিকম্প। যার কেন্দ্রস্থল ছিল মায়ানমারে ২১.৯৩° উত্তর অক্ষাংশ এবং ৯৬.০৭° পূর্ব দ্রাঘিমাংশে। পরে ১২টা বেজে ২ মিনিটে আরও একবার কেঁপে ওঠে মায়ানমার। সেই সময় কম্পনের মাত্রা ছিল ৭.০।
ভূমিকম্প এতটাই ভয়াবহ ছিল যে কেঁপে ওঠে ব্যাংককও। শুধু তাই নয় কলকাতাতেও কম্পন টের পাওয়া যায়। ভারতের আর কোথায় কোথায় ভূমিকম্প অনুভূত হয়েছে? দেখে নিন।
মায়ানমারে ভূমিকম্পের উৎসস্থল। এছাড়া, কলকাতা, দিল্লি এনসিআর, উত্তরপ্রদেশ, উত্তর-পূর্ব ভারত, পশ্চিমবঙ্গেও কম্পন অনুভূত হয়।
মায়ানমারের পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডেও ভয়াবহ কম্পন অনুভূত হয়। ব্যাংককের একটি বহুতল ভেঙে গুঁড়িয়ে যায়।