চলতি সপ্তাহেই দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন শ্রীলঙ্কাতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। আগামী ৯ তারিখ পর্যন্ত দুই বঙ্গেই এই বিক্ষিপ্ত বৃষ্টির চলবে। সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।