'৪ থেকে ৫ শতাংশ ভোটের দরকার। ৬৮ শতাংশ হিন্দু ভোট দিয়েছিল গত লোকসভা ভোটে। ৮০ ভাগ হিন্দু ভোট দিলে ২৬ সালে জাতি অত্যাচারী, মুসলিম লিগ সরকারকে উপড়ে ফেলে দেবে বিজেপি'। ২০২৬ সালের জেতার অঙ্ক বলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়,'সাবধান থাকতে হবে সিপিএমের থেকে। মুসলিমদের মিছিলে হাঁটায়। ভোট কাটে হিন্দুদের'।