বাংলায় ১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টের রায় নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা তথা মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর দাবি, আদালতের রায়ে স্পষ্ট আগের বকেয়া টাকা কেন্দ্রকে দিতে হবে না, কারণ সেই টাকা নির্দিষ্ট জায়গায় পৌঁছয়নি। সুকান্ত বলেছেন, যে হাইকোর্টের রায় নিয়ে তৃণমূল কংগ্রেস লাফাচ্ছে, পরিষ্কার সেখানে আদালত উল্লেখ করেছে, কেন্দ্রীয় টিম নির্দিষ্ট কিছু অনিয়মের কথা রিপোর্টে তুলে ধরেছে। কিছু অর্থ পুনরুদ্ধারও করা হয়েছে। সেই অর্থ রাজ্যের মনরেগা-নোডাল অ্যাকাউন্টে রাখা রয়েছে। এটা আদালতের পর্যবেক্ষণ। সুকান্তর বক্তব্য, তৃণমূল হয়তো আদালতের রায় পড়েও দেখেনি।