'বিতর্ক প্যাটিস বিক্রি করা নিয়ে নয়। নিরামিষ বলে চিকেন প্যাটিস বিক্রি করা হয়েছিল। ভেজ বলে চিকেন খাওয়াতে পারেন না। হিন্দু বলেই গ্রেফতার করা হয়েছে। আমরা নিঃশর্ত মুক্তি চাইছি'। ব্রিগেডে গীতাপাঠে প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় বললেন সুকান্ত মজুমদার।