'আমি নাকি দায়ী? তো আপনারা প্রথমে কেস করলেন, ভাবলেন না কারা যোগ্য কারা অযোগ্য! কী দোষ করেছে বাংলার ছেলেমেয়েরা?' সুকান্ত মজুমদারকে পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন,'ব্যপম কেসে কী হয়েছিল? কী শাস্তি হয়েছে? এই মামলায় শিক্ষামন্ত্রী রেখে দিয়েছেন জেলে। আমরা তো কথা বলিনি।'