দিল্লি বিধানসভা ভোটে বিজেপি-র দুর্দান্ত জয়ের প্রসঙ্গ টেনেই ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, 'হিন্দু শক্তি দেখাচ্ছে। ভাতা, ধমক, মিথ্যে মামলা কিচ্ছু চলবে না। হিন্দু জানে, মোদীজি আছেন, তাই আমরা বেঁচে আছি। আমরা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেবো না। হরিয়ানা বলেছে, মহারাষ্ট্র বলেছে, নভেম্বরে বিহার বলবে ও আগামী বছর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল বাংলাও বলে দেবে। দিল্লি যদি ২৭ বছর পরিবর্তন করতে পারে, বাংলাতেও পরিবর্তন আপনারা করতে পারবেন।'