চলছে উৎসবের মরশুম। আর সেই উৎসবের আনন্দ কি মাটি করে দেবে ঘূর্ণিঝড় মান্থা? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আমজনতার মনে। এরই মধ্যে আবহাওয়ার লেটেস্ট আপডেট দিয়ে দিয়েছে হাওয়া অফিস। সোমবার আলিপুর আবহাওয়া দফতর জানায়, মঙ্গলবার সকালে এটি আরও ঘনীভূত হয়ে সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম বা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। মঙ্গলবার সন্ধ্যায় বা রাতে এটি ল্যান্ডফল করবে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম থেকে কলিঙ্গপত্তনমের মাঝে। সেই সময় এর গতিবেগ হবে সর্বোচ্চ ১১০ কিলোমিটার। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ২৮ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বাংলার উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।
Cyclone Mantha intensifies and is expected to make landfall in Andhra Pradesh