Advertisement

Asansol News: SIR শেষ হলেও BLO দের 'অমানুষিক' চাপ দিচ্ছি কমিশন! সোজা রাস্তায় আসানসোলের BLOরা

SIR এর কাজ প্রায় শেষ। শেষের মুখে ডিজিটাইজেশনেরও কাজ। কিন্তু বৃহস্পতিবারের অভিযোগ পরেও BLO দের অ্যাপে আসছে নিত্য নতুন আপডেট। নতুন নতুন কাজের ফরমান। জমা দেওয়া এনুমারেশন ফর্ম ভ্যারিফিকেশনে লাগবে আবার ডকুমেন্ট। যা আপডেট করতে হবে অ্যাপে। একদিনের মধ্যে সেই ডকুমেন্ট জমা করতে হবে BLO দের। নির্বাচন কমিশনের এই চাপ আর নেওয়া যাবে না। তাই কাজ ছেড়ে অবস্থান বিক্ষোভে পশ্চিম বর্ধমানের সালানপুরের BLO রা।

BLO sit in protest on SIR work in asansol

TAGS:
Advertisement