Advertisement

Bengal BJP: রাজ্য BJPতে ভোটের আগেই চমক! রাজ্য কমিটিতে বড় দায়িত্ব পাচ্ছেন কোন কোন নেতা?

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। এক্ষেত্রে বঙ্গ বিজেপিতে বড় ধরনের সংস্কার হতে পারে, এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শমীক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হয়েছেন বেশ কয়েক মাস হয়ে গেল। তবে এখনও নতুন রাজ্য কমিটি গঠন করা হয়নি। পুরনো কমিটিই কাজ করছে। কিন্তু সেই কমিটি আর চাইছে না বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। একই মত রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘেরও। বিজেপি সূত্রে খবর, আরএসএস চাইছে রাজ্য বিজেপির কমিটিতে আসুক ৭০-৮০ শতাংশ নতুন মুখ।

BJP may bring major reforms in West Bengal ahead of assembly elections

Advertisement