বাংলা কি বারুদের স্তূপ? প্রশ্নটা জোরাল হচ্ছে, একের পর এক জায়গায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ও মৃত্যু। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় ঢোলাহাটে সোমবার রাতে যা ঘটল, তা শুধু মর্মান্তিকই নয়, অনেকগুলি প্রশ্নও তুলে দিল। আরও কত এরকম পরিস্থিতি রয়েছে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে? আরও একটি মৃত্যু হয়েছে আজ অর্থাত্ মঙ্গলবার ভোরে। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়ে গেল ৮। যদিও এলাকাবাসীর একাংশের দাবি, সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। পাথরপ্রতিমার ঘটনায় ইতিমধ্যেই রাজ্য সরকারকে নিশানা করতে শুরু করে দিয়েছে বিজেপি সহ বিরোধীরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশ্ন, কেন রাজ্য সরকার তাজা বোমার স্তূপের উপর বসে শাসন চালাচ্ছে? বাজি নয়, শুভেন্দুদের দাবি, ওটা আসলে বোমা তৈরির অবৈধ কারখানা।