Suvendu Adhikari: হিন্দিভাষিদের ভোটার তালিকা থেকে নাম কাটলে চরম পদক্ষেপ, হুঁশিয়ারি শুভেন্দুর

বাংলায় হিন্দু ভোটারদের নাম পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে—এমন অভিযোগ তুলে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ভারতীয় জনতা যুব মোর্চার ডাকা এক ডেপুটেশন মিছিলে তিনি স্পষ্ট বার্তা দেন, “আমি হিন্দি স্পিকিং ভোটারদের আশ্বস্ত করতে চাই, একটা নাম যদি কাটে, BJP রাস্তা থেকে হাইকোর্টে লড়াই করবে।

Advertisement
হিন্দিভাষিদের ভোটার তালিকা থেকে নাম কাটলে চরম পদক্ষেপ, হুঁশিয়ারি শুভেন্দুর
হাইলাইটস
  • বাংলায় হিন্দু ভোটারদের নাম পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে—এমন অভিযোগ তুলে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
  • মঙ্গলবার ভারতীয় জনতা যুব মোর্চার ডাকা এক ডেপুটেশন মিছিলে তিনি স্পষ্ট বার্তা দেন, “আমি হিন্দি স্পিকিং ভোটারদের আশ্বস্ত করতে চাই, একটা নাম যদি কাটে, BJP রাস্তা থেকে হাইকোর্টে লড়াই করবে।

বাংলায় হিন্দু ভোটারদের নাম পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে—এমন অভিযোগ তুলে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ভারতীয় জনতা যুব মোর্চার ডাকা এক ডেপুটেশন মিছিলে তিনি স্পষ্ট বার্তা দেন, “আমি হিন্দি স্পিকিং ভোটারদের আশ্বস্ত করতে চাই, একটা নাম যদি কাটে, BJP রাস্তা থেকে হাইকোর্টে লড়াই করবে। আমরা শেষ দেখে ছাড়ব। ভিতরে অনেক নোংরা আছে, ২৬ তারিখের আগে সেটা পরিষ্কার করতে হবে।”

কোথায় কোথায় টার্গেট?
শুভেন্দুর অভিযোগ, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে ব্যারাকপুর শিল্পাঞ্চল, হাওড়া, আসানসোল, শিলিগুড়ি, খড়গপুর, কলকাতা পোর্ট এলাকা-সহ সেইসব অঞ্চলের হিন্দি ভাষী ভোটারদের নিশানা করছে, যেখানে হিন্দিবাসী বাঙালিরা বসবাস করেন। শুধু তাই নয়, এক কাপড়ে বাংলাদেশ থেকে পালিয়ে আসা উদ্বাস্তুদের নামও ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন তিনি।

শুভেন্দুর দাবি ও BJP-র অবস্থান
শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিজেপি এই ষড়যন্ত্র বরদাস্ত করবে না। তিনি বলেন, “BJP আইনি লড়াই লড়বে। প্রয়োজন হলে রাজপথ থেকে আদালত পর্যন্ত যাবে।”

শুভেন্দুর দাবি, “২০২৫-এর ৫ জানুয়ারির ভোটের তালিকা অনুযায়ী রাজ্যে ভোটার বৃদ্ধির হার ৮.৬৯%। কিন্তু ১৩৬টি বিধানসভা, যার মধ্যে ৮২টি সংখ্যালঘু অধ্যুষিত, সেখানে এই হার মাত্রাতিরিক্ত।” পাশাপাশি, বিরোধী দলনেতার দাবি, মুখ্য নির্বাচনী আধিকারিক পদের জন্য রাজ্য দু’দফায় মোট পাঁচ আধিকারিকের নাম পাঠালেও জাতীয় নির্বাচন কমিশন তা খারিজ করে দেয়। পরে পুরো তালিকা চেয়ে পাঠিয়ে সেখান থেকে মনোজ আগরওয়ালকে বেছে নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

 

POST A COMMENT
Advertisement