জগদ্ধাত্রী পুজো স্পেশাল ট্রেন কখন? শুরু হয়ে গিয়েছে জগদ্ধাত্রী পুজো। আর জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর। মূলত নবমীর দিন এই উৎসব উদযাপন করা হলেও চন্দননগরে ইতিমধ্যেই সাড়ম্বরে পুজো শুরু হয়ে গিয়েছে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তবে রয়েছে সুখবর। পূর্ব রেল একগুচ্ছে রাতের ট্রেন পরিষেবা চালু করল জগদ্ধাত্রী পুজো উপলক্ষে। হাওড়া ও ব্যান্ডেলের মধ্যে পাঁচ জোড়া বিশেষ ট্রেন এবং হাওড়া ও বর্ধমানের মধ্যে এক জোড়া বিশেষ ট্রেন চলবে ২৮ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত।
> হাওড়া থেকে ব্যান্ডেলের জন্য স্পেশাল ট্রেন ছাড়বে বিকেল ৫টা ২০, সন্ধ্যা ৭টা ৫৫, রাত ৮টা ৩০ এবং মধ্যরাত সাড়ে ১২টায়।
> ব্যান্ডেল-হাওড়া স্পেশাল ট্রেনগুলি ২৮ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ব্যান্ডেল থেকে সন্ধ্যা ৮টা ৩৫ মিনিট, ৯টা ২০ মিনিট, ৯টা ৫৫ মিনিট, মধ্যরাত ১টা এবং ২টোর সময়ে।
> হাওড়া-বর্ধমান স্পেশাল ট্রেন হাওড়া থেকে ছাড়বে রাত ১টা ১৫ মিনিটে।
> ২৮ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত বর্ধমান-হাওড়া স্পেশাল বর্ধমান থেকে ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে।
> অতিরিক্ত হাওড়া-ব্যান্ডেল লোকাল হাওড়া থেকে ২নভেম্বর ছাড়বে রাত ২টো ৩৫ মিনিটে। ব্যান্ডেল থেকে ছাড়বে ভোর ৪টে মিনিটে।
> ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত আরও একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া যাবে। ছাড়বে মধ্যরাত ১২টা ১০ মিনিটে।
> এদিকে, মাসগ্রাম – হাওড়া লোকাল পরিষেবা ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বাতিল থাকবে।
অন্যদিকে, নিরাপত্তা নিশ্চিত করতে চন্দননগর শহরকে মুড়ে ফেলা হয়েছে সিসি ক্যামেরায়। বিভিন্ন জেলা থেকে আনা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। তৈরি করা হয়েছে ৩টি কন্ট্রোল রুম, যেখান থেকে ২৪ ঘণ্টা নজরদারি চলবে। সোমবার থেকেই শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। শহরে ঢোকার মোট ৪৪টি জায়গায় জারি হচ্ছে ‘নো এন্ট্রি’। ভিড় সামলাতে ও মহিলাদের নিরাপত্তা দিতে পথে নামছেন মহিলা পুলিশ কর্মীরা, উইনার্স টিম এবং পিঙ্ক মোবাইল টিম। শহরে মোতায়েন থাকবেন প্রায় তিন হাজার পুলিশ কর্মী। সুরক্ষার দায়িত্বে থাকছে ৬ জন পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক।