শুভেন্দু অধিকারীSIR শুরু হয়েছে আজ থেকে। এরই মধ্যে বাংলায় রাষ্ট্রপতি শাসন লাগু হওয়ার জল্পনা বাড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার শুভেন্দু বলেন, ৫ মের মধ্যে সরকার তৈরি না হলে রাষ্ট্রপতি শাসন জারি হবে। নির্বাচন কমিশনের সেই ক্ষমতা রয়েছে। পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থেকে এমনই হুঁশিয়ারি বিরোধী দলনেতার।
শুভেন্দু বলেন, “কমিশনের কাজ সঠিক সময়ে ভোটার তালিকা তৈরি করা। এই কাজে বাধা এলে, কমিশন সঠিক পদক্ষেপ করবে। বিএলও, বিএলও ২-দের নিরাপত্তা দেওয়ার দায়িত্বও কমিশনের। কিন্তু এক্ষেত্রে রাজ্যের তৎপরতা বিরোধী দলের থেকে অনেক বেশি। ৭ ফেব্রুয়ারির মধ্যে সূচি তৈরি হয়ে যাওয়া উচিত। তারপরই ভোট হবে। তা না হলে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে।”
নির্বাচন কমিশন জানিয়েছিল, ভোটার তালিকা তৈরি হয়ে গেলে ভোট হবে। মঙ্গলবার শুভেন্দু CEC জ্ঞানেশ কুমারের একথা মনে করিয়ে দিয়ে বলেন, ৫মের মধ্যে সরকার তৈরি না হলে রাজ্য়ে রাষ্ট্রপতি শাসন জারি হবে। নির্বাচন কমিশনের সেই ক্ষমতা রয়েছে।
এর আগেও শুভেন্দু একাধিকবার বাংলায় রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করেন। শুভেন্দু আগেও হুঁশিয়ারি দিয়েছিলেন, “ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে যদি নির্বাচনী নির্ঘণ্ট না বের হয়, তাহলে আপনা আপনি রাষ্ট্রপতি শাসন অর্থাৎ রাজ্যপালের হাতে রাজ্য চলে যাবে।”