Voter Card: শতাধিক ভোটার কার্ড ভবঘুরের ব্যাগে, শোরগোল কল্যাণীতে

Voter Card: কল্যাণীতে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার শতাধিক ভোটের আইকার্ড। নদীয়া জেলার কল্যাণী ৭ নম্বর ওয়ার্ডের মাঝের চরে ভবঘুরে এক ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার হল শতাধিক ভোটের আই কার্ড। মাঝের চর পুকুরপাড় এলাকার দুই যুবক ভবঘুরে ওই ব্যক্তিকে দেখে সন্দেহ হয়। তারপরই জিজ্ঞাসাবাদ করতে এবং তার ব্যাগ খতিয়ে দেখতেই ব্যাক্তির ব্যাগ থেকে উদ্ধার হয় শতাধিক ভোটার আইকার্ডগুলো।

Advertisement
শতাধিক ভোটার কার্ড ভবঘুরের ব্যাগে, শোরগোল কল্যাণীতে কল্যাণী থেকে উদ্ধার ১০০টি ভোটার কার্ড
হাইলাইটস
  • কল্যাণীতে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার শতাধিক ভোটের আইকার্ড।

কল্যাণীতে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার শতাধিক ভোটের আইকার্ড। নদীয়া জেলার কল্যাণী ৭ নম্বর ওয়ার্ডের মাঝের চরে ভবঘুরে এক ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার হল শতাধিক ভোটের আই কার্ড। মাঝের চর পুকুরপাড় এলাকার দুই যুবক ভবঘুরে ওই ব্যক্তিকে দেখে সন্দেহ হয়। তারপরই জিজ্ঞাসাবাদ করতে এবং তার ব্যাগ খতিয়ে দেখতেই ব্যাক্তির ব্যাগ থেকে উদ্ধার হয় শতাধিক ভোটার আইকার্ডগুলো। যার মধ্যে রয়েছে তিনটি ডিজিটাল কার্ড ছিল, যা অসমের। বাকি সব কল্যাণীর বিভিন্ন ওয়ার্ড এবং আশেপাশে জেলাগুলোর। সন্দেহভাজন ব্যক্তিকে এলাকার মানুষ আটকে রেখে খবর দেয় কল্যাণী থানায়।

খবর দেওয়া হয় কল্যাণী মহকুমা শাসকের দফতরেও। কল্যানী থানায় পুলিস এসে ওই ভোটার আই কার্ডগুলো উদ্ধার করে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি স্বীকার করে তার নাম উত্তম প্রসাদ। হিন্দমোটর এলাকার বাসিন্দা। কল্যাণী সীমান্তে তার দিদির বাড়িতে বেড়াতে এসেছিলেন। বাইরে বেরিয়ে রাস্তার ধারে ঘাস দিয়ে চাপা অবস্থায় এই ভোটার আই কার্ডগুলো দেখতে পান তিনি। ঘাস সরিয়ে এই ভোটার আই কার্ডগুলো তার নিজের কাছে রাখেন। এরপরই প্রশ্ন উঠছে এত ভোটর আই কার্ড কি করছিল?  কল্যাণী রাস্তার পাশে কি করে এল? কারাই বা রাখল? কেনই বা ঘাসের স্তুপ দিয়ে ঢাকা দেওয়া ছিল? এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। SIR শুরুর আগেই একসঙ্গে এতগুলি ভোটার কার্ড নষ্ট করে দেওয়ার উদ্দেশ্য ছিল বলে অভিযোগ করেছে বিরোধীরা। 

সন্দেভাজন ওই ব্যক্তিকে আটকে রেখে এরপর থানায় খবর দেওয়া হয়। খবর দেওয়া হয় কল্যাণী মহকুমা শাসকের দপ্তরেও। কল্যাণী থানার পুলিশ এসে ওই ভোটার কার্ডগুলো উদ্ধার করে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি স্বীকার করে তার নাম উত্তম প্রসাদ। হিন্দমোটর এলাকার বাসিন্দা। কল্যাণী সীমান্তে তার দিদির বাড়িতে বেড়াতে এসেছিলেন। বাইরে বেরিয়ে রাস্তার ধারে ঘাস দিয়ে চাপা অবস্থায় এই ভোটের আই কার্ড গুলো দেখতে পান তিনি। ঘাস সরিয়ে এই ভোটার আই কার্ডগুলো তার নিজের কাছে রাখেন। 

Advertisement

এ বিষয়ে কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় বলেন,এই সব ভুয়ো ভোটার কার্ড ব্যবহার করেই ছাপ্পা ভোট করে রাজ্যের শাসকদল। এখন বুঝতে পেরেছে SIR হবে, ধরা পড়ে যাবে। তাই এই ভোটার কার্ডগুলি ফেলে দিয়েছে। এই ঘটনার উপযুক্ত তদন্তের দাবি করেছেন তিনি।

রিপোর্টারঃ সুরজিৎ দাস
 

POST A COMMENT
Advertisement