Madhyamgram: চুরি করা শাড়ি পরে FB পোস্ট, মধ্যমগ্রামে ধরা পড়ল পরিচারিকা, উদ্ধার গয়নাও

মধ্যমগ্রাম থানার পুলিশ ফের একবার প্রমাণ করল, প্রযুক্তির সঠিক ব্যবহারে অপরাধী যতই চালাক হোক না কেন, শেষরক্ষা হয় না। সোশ্যাল মিডিয়ায় চুরি করা শাড়ি পড়ে ছবি পোস্ট করে ধরা পড়ল এক চোর। শুধু তাই নয়, উদ্ধার হয়েছে গহনা সহ আরও বেশ কিছু মূল্যবান সামগ্রী।

Advertisement
চুরি করা শাড়ি পরে FB পোস্ট, মধ্যমগ্রামে ধরা পড়ল পরিচারিকা, উদ্ধার গয়নাওউদ্ধার করা গয়না তুলে দিচ্ছেন পুলিশ সুপার।-ফাইল ছবি
হাইলাইটস
  • মধ্যমগ্রাম থানার পুলিশ ফের একবার প্রমাণ করল, প্রযুক্তির সঠিক ব্যবহারে অপরাধী যতই চালাক হোক না কেন, শেষরক্ষা হয় না।
  • সোশ্যাল মিডিয়ায় চুরি করা শাড়ি পড়ে ছবি পোস্ট করে ধরা পড়ল এক চোর।

মধ্যমগ্রাম থানার পুলিশ ফের একবার প্রমাণ করল, প্রযুক্তির সঠিক ব্যবহারে অপরাধী যতই চালাক হোক না কেন, শেষরক্ষা হয় না। সোশ্যাল মিডিয়ায় চুরি করা শাড়ি পড়ে ছবি পোস্ট করে ধরা পড়ল এক চোর। শুধু তাই নয়, উদ্ধার হয়েছে গহনা সহ আরও বেশ কিছু মূল্যবান সামগ্রী। আজ, বারাসাত জেলা পুলিশের সুপার প্রতিক্ষ্যা ঝরখারিয়া চুরি যাওয়া সামগ্রীগুলি মালিকদের হাতে তুলে দেন

গত চার মাসে মোট ছয়টি চুরির ঘটনার সফলভাবে কিনারা করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এই মামলাগুলিতে। একজনের স্কুটি, আরেকজনের মোটরবাইকও উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে।

এছাড়াও লক্ষাধিক টাকার এক সাইবার ক্রাইমের ঘটনায় ভুক্তভোগী তার টাকা ফেরত পেয়েছেন। যদিও ওই ক্ষেত্রে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি, তবে তদন্ত চলছে জোরকদমে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন ধরনের প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ করে এই কেসগুলোর কিনারা করা হয়েছে। চুরি করে বেপরোয়া হয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করাটা যে কত বড় ভুল হতে পারে, তা ফের একবার প্রমাণ করল এই ঘটনা।

এদিন পুলিশের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। চুরি যাওয়া মূল্যবান সামগ্রী ফিরে পেয়ে প্রত্যেকেই পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মধ্যমগ্রাম থানার পুলিশের এই তৎপরতা নিঃসন্দেহে এলাকাবাসীর মধ্যে নিরাপত্তার বার্তা দিল।

 

POST A COMMENT
Advertisement