Mamata Books: মমতার লেখা 'কথাঞ্জলি' সহ সব বইয়ে ভরে যাবে স্কুলের লাইব্রেরি, নয়া নির্দেশ

রাজ্যের স্কুলে এবার থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই। সম্প্রতি এমনই নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে, রাজ্যের স্কুলগুলির লাইব্রেরিতে মুখ্যমন্ত্রী লেখা বই রাখা হবে। কী কী বই রাখা হবে, তার তালিকা বিভিন্ন স্কুলে পাঠানো হয়েছে। 

Advertisement
মমতার লেখা 'কথাঞ্জলি' সহ সব বইয়ে ভরে যাবে স্কুলের লাইব্রেরি, নয়া নির্দেশমুখ্যমন্ত্রীর লেখা বিভিন্ন বই।
হাইলাইটস
  • রাজ্যের স্কুলে এবার থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই।
  • সম্প্রতি এমনই নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
  • রাজ্যের স্কুলগুলির লাইব্রেরিতে মুখ্যমন্ত্রী লেখা বই রাখা হবে।

রাজ্যের স্কুলে এবার থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই। সম্প্রতি এমনই নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে, রাজ্যের স্কুলগুলির লাইব্রেরিতে মুখ্যমন্ত্রী লেখা বই রাখা হবে। কী কী বই রাখা হবে, তার তালিকা বিভিন্ন স্কুলে পাঠানো হয়েছে। 

সূত্রের খবর, রাজ্যের স্কুলগুলিকে লাইব্রেরির জন্য ৫১৫টি বই কিনতে হবে। যার মধ্যে ১৯টি বই মমতার লেখা। লাইব্রেরির জন্য স্কুলগুলিকে ১ লক্ষ টাকা দেওয়া হয়েছে বলে খবর। 

জানা গিয়েছে,  মুখ্যমন্ত্রীর লেখা বই ধাপে ধাপে বিভিন্ন জেলায় পাঠানো হবে। প্রথমে মমতার লেখা বই পাঠানো হবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, মালদা, উত্তর দিনাজরপুরে। দ্বিতীয় ধাপে বই পাঠানো হবে বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ার স্কুলগুলিতে। তৃতীয় ধাপে মুখ্যমন্ত্রীর লেখা বই পাঠানো হবে দক্ষিণ দিনাজপুর, নদিয়া, পশ্চিম মেদিনীপুর ও হুগলিতে। এর পরের ধাপে বই পাঠানো হবে হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনায়। শেষ ধাপে বই পাঠানো হবে পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও উত্তর ২৪ পরগনায়। 

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর লেখা 'মা', 'কথাঞ্জলি'র মতো বইগুলি স্কুলের লাইব্রেরিতে রাখা হবে। ফলে এবার স্কুলের পড়ুয়ারাও মমতার লেখা বই পড়ার সুযোগ পাবে। 

স্কুলের লাইব্রেরিতে মুখ্যমন্ত্রীর লেখা বই রাখা নিয়ে নির্দেশের সমালোচনায় মুখর হয়েছে নানা মহল। প্রসঙ্গত, বই, গান লেখা, ছবি আঁকতে ভালবাসেন মুখ্যমন্ত্রীর। প্রতিবছর কলকাতা বইমলায় মুখ্যমন্ত্রীর লেখা নানা বই বিক্রি হয়। এবার তাঁর লেখা বই ঠাঁই পেতে চলেছে স্কুলের লাইব্রেরিতে।

POST A COMMENT
Advertisement