Advertisement
পশ্চিমবঙ্গ

South-North Bengal Weather : বর্ষার বৃষ্টি শুরু উত্তরে, দক্ষিণবঙ্গে কবে থেকে?

  • 1/9


বর্ষা প্রবেশ করলেও অস্বস্তি কাটবে না। বিশেষত দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে দফায় দফায় বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দেখা মিলবে না বৃষ্টির। কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি নামতে পারে?

  • 2/9


আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এই জেলাগুলিতে তাপপ্রবাহের সর্তকতা জারি থাকছে। 

  • 3/9


উপকূলের জেলা ২ মেদিনীপুর, ২ চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলিতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। 

Advertisement
  • 4/9

তবে এই জেলাগুলিতে মাঝেমধ্যে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই বৃষ্টি হলেও  অস্বস্তিকর ওয়েদার বজায় থাকবে। 

  • 5/9

কারণ বৃষ্টি হতে পারে বিকেলের দিকে। সর্বনিম্ন তাপমাত্রা যেহেতু একটু বেশি থাকছে সেজন্য রাতের তাপমাত্রাও বেশি থাকবে। 

  • 6/9

আগামী ৫ দিন উত্তরবঙ্গের উপরের পাঁচটি  জেলাতে হালকা থেকে মাঝারি ও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 

  • 7/9

বিশেষ করে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়ডা মালদা ও ২ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 

Advertisement
  • 8/9

সোমবারই রাজ্যে প্রবেশ করেছে। তার প্রভাবে উত্তরবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিও শুরু হয়েছে। কিন্তু, দক্ষিণবঙ্গে বর্ষার দেখা নেই। 

  • 9/9


সাধারণত উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের কয়েক দিনের মধ্যেই বর্ষা ঢুকে পড়ে দক্ষিণবঙ্গে। কিন্তু এখনও দক্ষিণবঙ্গে তেমন কোনও সম্ভাবনা দেখা যায়নি। কিন্তু আবহাওয়াবিদরা মনে করছেন, সামনের সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে পড়বে।  

Advertisement