LPG Cylinder Price: দাম কমে গেল LPG সিলিন্ডারের, কলকাতায় কতটা সস্তা হল?

মাসের প্রথম দিনই মিলল স্বস্তি। নবরাত্রির মধ্যেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হল। ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৪১ টাকা কমানো হয়েছে। যার জেরে অনেকটাই স্বস্তি মিলল বলে মনে করা হচ্ছে। দেখে নেওয়া যাক, দেশের কোন শহরে কত দাম হল? কলকাতায় কতটা সস্তা হল?

Advertisement
দাম কমে গেল LPG সিলিন্ডারের, কলকাতায় কতটা সস্তা হল? ফাইল চিত্র।
হাইলাইটস
  • মাসের প্রথম দিনই মিলল স্বস্তি।
  • নবরাত্রির মধ্যেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হল।
  • ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৪১ টাকা কমানো হয়েছে।

মাসের প্রথম দিনই মিলল স্বস্তি। নবরাত্রির মধ্যেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হল। ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৪১ টাকা কমানো হয়েছে। যার জেরে অনেকটাই স্বস্তি মিলল বলে মনে করা হচ্ছে। দেখে নেওয়া যাক, দেশের কোন শহরে কত দাম হল? কলকাতায় কতটা সস্তা হল?

কলকাতায় কত দাম? 

 দিল্লিতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম সিলিন্ডার প্রতি ১৭৬২ টাকা। আগে ছিল ১৮১৩ টাকা। মুম্বইতে ১৯ কেজি সিলিন্ডারের দাম ১৭১৩.৫০ টাকা। আগে ছিল ১৭৫৫.৫০ টাকা। কলকাতায় দাম এখন ১৮৬৮.৫০ টাকা। আগে ছিল ১৯১৩ টাকা। চেন্নাইতে নতুন দাম ১৯২১.৫০ টাকা। আগে ছিল ১৯৬৫ টাকা। ভারতের তেল সংস্থাগুলি প্রতি মাসের প্রথম দিন তেল এবং গ্যাসের দাম সংশোধন করে।

বাণিজ্যিক এলপিজির হারে সংশোধন করা হলেও, বাড়িতে রান্নার জন্য ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। ১৪ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কলকাতায় ৮২৯ টাকা। গত ১ মার্চ,  তেল সংস্থাগুলি বড় শহরগুলিতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৬ টাকা বাড়িয়েছিল। ফেব্রুয়ারিতে ৭ টাকা কমানোর পর দাম বাড়ানো হয়। 

এর আগেও নতুন অর্থবছরের শুরুতে সিলিন্ডারের দামে স্বস্তি মিলেছিল। গত বছর ১ এপ্রিল, ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম দিল্লিতে ৩০ টাকা, কলকাতায় ৩২ টাকা, মুম্বইতে ৩১টাকা এবং চেন্নাইতে ৩- টাকা কমানো হয়েছিল। 

POST A COMMENT
Advertisement