EV car tips in summer: গ্রীষ্মে এই ৬ ভুলেই আগুন লাগে সাধের EV গাড়িতে, বিপদ বলে আসে না

গরমের মরসুমে যেমন নিজের শরীরের যত্ন নেওয়া প্রয়োজন, তেমনই সাধের ইলেকট্রিক গাড়িরও বিশেষ যত্ন দরকার। সামান্য অবহেলা বা ভুলে গাড়ির তাপমাত্রা বেড়ে অগ্নিকাণ্ডের মতো মারাত্মক ঘটনা ঘটতে পারে। তাই এই গরমে ইভি গাড়ির (EV car) সুরক্ষা নিশ্চিত করতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া জরুরি।

Advertisement
গ্রীষ্মে এই ৬ ভুলেই আগুন লাগে সাধের EV গাড়িতে, বিপদ বলে আসে নাSudden Fire in Running Car
হাইলাইটস
  • গরমের মরসুমে যেমন নিজের শরীরের যত্ন নেওয়া প্রয়োজন, তেমনই সাধের ইলেকট্রিক গাড়িরও বিশেষ যত্ন দরকার।
  • সামান্য অবহেলা বা ভুলে গাড়ির তাপমাত্রা বেড়ে অগ্নিকাণ্ডের মতো মারাত্মক ঘটনা ঘটতে পারে।

গরমের মরসুমে যেমন নিজের শরীরের যত্ন নেওয়া প্রয়োজন, তেমনই সাধের ইলেকট্রিক গাড়িরও বিশেষ যত্ন দরকার। সামান্য অবহেলা বা ভুলে গাড়ির তাপমাত্রা বেড়ে অগ্নিকাণ্ডের মতো মারাত্মক ঘটনা ঘটতে পারে। তাই এই গরমে ইভি গাড়ির (EV car) সুরক্ষা নিশ্চিত করতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া জরুরি। জেনে নিন সেই টিপসগুলি—

১) গ্যারেজে রাখুন, সরাসরি রোদ এড়ান
গ্রীষ্মে ইভি গাড়িকে সরাসরি রোদে রাখলে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পায়। গাড়ির ব্যাটারির উপরও চাপ পড়ে। তাই চেষ্টা করুন গাড়িটিকে গ্যারেজে বা ছায়াযুক্ত জায়গায় পার্ক করতে। গ্যারেজের সুবিধা না থাকলে বড় গাছের ছায়া বা বিল্ডিং-এর আড়ালে রাখুন। এতে সূর্যের ইউভি রশ্মি থেকে গাড়ির রংও রক্ষা পাবে এবং গাড়ির ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে।

২) মেপে চার্জ দিন, অতিরিক্ত চার্জ এড়িয়ে চলুন
ইভি গাড়ি চার্জ দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকা জরুরি। প্রয়োজনের বেশি চার্জ দেওয়া থেকে বিরত থাকুন। অতিরিক্ত চার্জিং করলে ব্যাটারির উপর চাপ পড়ে এবং তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পায়, যা অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ায়। তাই গাড়ি পুরোপুরি চার্জ হয়ে গেলে চার্জার খুলে ফেলুন।

৩) গাড়ি ঢেকে রাখুন
গাড়িকে সরাসরি রোদে রাখতে হলে অবশ্যই কার কভার দিয়ে ঢেকে রাখুন। রিফ্লেক্টিভ কার কভার গাড়ির উপর সূর্যালোকের প্রভাব কমায় এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। তাছাড়া, এটি ধুলোময়লা থেকেও গাড়িকে সুরক্ষিত রাখে। বিশেষ করে, ইউভি রে প্রতিরোধক কভার ব্যবহার করা বেশি কার্যকর।

 ৪) কালো কাচ বা টিন্টেড গ্লাস ব্যবহার করুন
সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মি গাড়ির ভিতরের তাপমাত্রা বাড়িয়ে তোলে। তাই ইভি গাড়িতে কালো কাচ বা টিন্টেড গ্লাস ব্যবহার করুন। টিন্টেড গ্লাস প্রায় ৯৯% ইউভি রে ব্লক করতে সক্ষম, যা গাড়ির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং এসি-র উপর চাপ কমায়।

৫) এসি ব্যবহারে সতর্কতা
গরমে গাড়ির এসি চালিয়ে আরামদায়কভাবে যাত্রা করা স্বাভাবিক। তবে এসি ব্যবহারের সময় গাড়ির জানলা সম্পূর্ণভাবে বন্ধ রাখুন, যাতে ঠান্ডা বাতাস বাইরে বেরিয়ে না যায়। এসি ব্যবহারের সময় দীর্ঘক্ষণ গাড়ি স্টার্ট অবস্থায় রেখে দিলে ব্যাটারির উপর অতিরিক্ত চাপ পড়তে পারে, যা ক্ষতিকর হতে পারে।

Advertisement

৬) ব্যাটারির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখুন
গরমে ইভি গাড়ির ব্যাটারির তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় ব্যাটারি কুলিং সিস্টেমের দিকে নজর দিন। অতিরিক্ত গরমে ব্যাটারি দ্রুত গরম হয়ে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ায়। তাই ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি।

 

POST A COMMENT
Advertisement