Changes From 1 April: ১ এপ্রিল থেকে ডেবিট কার্ড, UPI-এর নিয়মে বড় বদল, জেনে রাখুন

Changes From 1 April: নতুন অর্থবর্ষের প্রথম দিন থেকেই দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মে বদল আসতে চলেছে। ১ এপ্রিল ২০২৫ থেকে এলপিজি সিলিন্ডারের দাম, ব্যাঙ্কের নিয়ম, ডেবিট-ক্রেডিট কার্ডের শর্ত, টোল ট্যাক্স এবং UPI সংক্রান্ত একাধিক নয়া নিয়ম লাগু হবে।

Advertisement
১ এপ্রিল থেকে ডেবিট কার্ড, UPI-এর নিয়মে বড় বদল, জেনে রাখুনপয়লা এপ্রিল থেকে নিয়মে বড় বদলগুলি জেনে রাখুন।

Changes From 1 April: নতুন অর্থবর্ষের প্রথম দিন থেকেই দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মে বদল আসতে চলেছে। ১ এপ্রিল ২০২৫ থেকে এলপিজি সিলিন্ডারের দাম, ব্যাঙ্কের নিয়ম, ডেবিট-ক্রেডিট কার্ডের শর্ত, টোল ট্যাক্স এবং UPI সংক্রান্ত একাধিক নয়া নিয়ম লাগু হবে। এই পরিবর্তনগুলিতে সরাসরি আপনার পকেটে প্রভাব পড়তে পারে। এক নজরে এই পরিবর্তনগুলির বিষয়ে জেনে নেওয়া যাক-

১. LPG সিলিন্ডারের দাম 
প্রতি মাসের প্রথম দিনেই এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে তেল ও গ্যাস কোম্পানিগুলি। ১ এপ্রিলও এই দাম বাড়তে বা কমতে পারে। সম্প্রতি ১৯ কেজি কমার্শিয়াল সিলিন্ডারের দামে পরিবর্তন হয়েছে। তবে বাড়ির ১৪ কেজির সিলিন্ডারের দাম দীর্ঘদিন ধরে অপরিবর্তিত রয়েছে। এবার সাধারণ মানুষ দাম কমার আশায় রয়েছেন।

২. CNG-PNG এবং ATF-র দাম 
এলপিজি-র পাশাপাশি CNG এবং PNG-র দামেও পরিবর্তন হতে পারে। ১ এপ্রিল থেকে কোম্পানিগুলি নতুন মূল্য তালিকা প্রকাশ করতে পারে। বিমান জ্বালানির (ATF) দামেও বাড়তি চাপ আসতে পারে। এর ফলে বিমান ভাড়া আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

৩. UPI অ্যাকাউন্ট বন্ধ হতে পারে
১ এপ্রিল থেকে UPI পরিষেবার নিয়মে পরিবর্তন আসছে। দীর্ঘদিন ধরে UPI পরিষেবা ব্যবহার না করলে সংশ্লিষ্ট মোবাইল নম্বরের লিঙ্ক করা UPI অ্যাকাউন্ট বাতিল করা হবে। তাই নিয়মিত UPI পরিষেবা ব্যবহার করা জরুরি।

৪. RuPay ডেবিট কার্ডের নতুন নিয়ম
১ এপ্রিল থেকে RuPay ডেবিট সিলেক্ট কার্ডে নয়া আপডেট আসছে। প্রতি ত্রৈমাসিকে একবার দেশীয় লাউঞ্জ এবং বছরে দু’বার আন্তর্জাতিক লাউঞ্জ অ্যাক্সেসের সুবিধা পাবেন গ্রাহকরা। দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী অক্ষমতার জন্য ১০ লক্ষ টাকার কভারও থাকবে। তাছাড়া ত্রৈমাসিকে একবার বিনামূল্যে জিম সদস্যপদও মিলবে।

৫. ইউনিফায়েড পেনশন স্কিম (UPS)
১ এপ্রিল থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ইউনিফায়েড পেনশন স্কিম (UPS) চালু হচ্ছে। কর্মীরা NPS বা UPS যেকোনও একটি স্কিম বেছে নিতে পারবেন। UPS-এর অধীনে সর্বনিম্ন পেনশন হবে ১০,০০০ টাকা মাসিক, যদি কর্মচারী ন্যূনতম ১০ বছরের পরিষেবা দেন।

Advertisement

৬. ক্রেডিট কার্ডের রিওয়ার্ডে বদল
১ এপ্রিল থেকে SBI-এর SimplyCLICK ক্রেডিট কার্ডে Swiggy রিওয়ার্ড পয়েন্ট ৫ গুণ থেকে কমিয়ে অর্ধেক করা হবে। Air India সিগনেচার পয়েন্টও ৩০ থেকে কমিয়ে ১০ করা হবে। IDFC First ব্যাংক ক্লাব Vistara মাইলস্টোন রিওয়ার্ড সুবিধা বন্ধ করছে।

৭. টোল ট্যাক্স বৃদ্ধি
দেশের একাধিক হাইওয়েতে টোল ট্যাক্স বাড়ছে ১ এপ্রিল থেকে। এর ফলে গাড়ি চালকদের বাড়তি খরচ বহন করতে হবে।

৮. ATM কার্ড সংক্রান্ত নিয়মে বদল
১ এপ্রিল থেকে বেশ কয়েকটি ব্যাঙ্ক ATM কার্ডের দৈনিক উত্তোলন সীমা পরিবর্তন করছে। গ্রাহকদের ব্যাঙ্কের নয়া নিয়ম সম্পর্কে অবগত থাকা জরুরি।

৯. গাড়ির বিমা প্রিমিয়ামে পরিবর্তন
গাড়ির বিমা প্রিমিয়ামের হারেও ১ এপ্রিল থেকে সংশোধন হতে পারে। নয়া বিমা রেট জানাতে চলেছে IRDAI।

১০. ব্যাঙ্কের ওয়ার্কিং আওয়ার্স বদল
কিছু রাজ্যে ১ এপ্রিল থেকে ব্যাঙ্কের ওয়ার্কিং আওয়ার্স বদল হচ্ছে। 

 

POST A COMMENT
Advertisement