Best Smartphones Under 20,000: ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোনের তালিকা দেখে নিন

২০,০০০ টাকার মধ্যে স্মার্টফোন কিনবেন? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। ব্যাটারি, ডিসপ্লে, প্রসেসর, সফটওয়্যার আপডেট ও চার্জিং—সব দিক থেকেই বিবেচনা করে এই তালিকা তৈরি করা হল। আসুন দেখে নেওয়া যাক।

Advertisement
২০ হাজার টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোনের তালিকা দেখে নিন

২০,০০০ টাকার মধ্যে স্মার্টফোন কিনবেন? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। ব্যাটারি, ডিসপ্লে, প্রসেসর, সফটওয়্যার আপডেট ও চার্জিং—সব দিক থেকেই বিবেচনা করে এই তালিকা তৈরি করা হল। আসুন দেখে নেওয়া যাক।

২০,০০০ টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৫
POCO X6 5G (Snowstorm White, 256 GB)

Poco X6 ফোন এক কথায় বেশ শক্তপোক্ত। ডিসপ্লেও বেশ ভাল। Gorilla Glass Victus 2 ব্যবহার করা হয়েছে। এর ফলে ফোনের ডিসপ্লেতে সহজে স্ক্র্যাচ এবং ড্যামেজ হবে না। ফোনের রেজোলিউশন 1.5K। শার্প ভিউয়িং পাবেন। ৫৫০০mAh ব্যাটারি রয়েছে। Android 14 ভার্সনে চলে। ৮ জিবি RAM ও ১২৮ জিবি স্টোরেজসহ ফোনটির দাম ₹১৭,৯৯৯।
Android phone with good camera quality | motorola edge 50 neo | motorola XX

Moto H50 Neo হালকা ওজনের স্মার্টফোন। সহজেই পকেটে রাখা যায়। ৬.৪ ইঞ্চির ১.৫কে রেজোলিউশনের AMOLED ডিসপ্লে। Dimensity 7300 প্রসেসরে চালিত এই ফোনটি IP68 সার্টিফায়েড, অর্থাৎ এটি জল ও ধুলোর প্রতিকূলতা সহ্য করতে পারে। যদিও এর ব্যাটারি তুলনামূলকভাবে ছোট—৪৩১০mAh, তবে ৬৮W ফাস্ট চার্জিং থাকায় দ্রুত চার্জ হয়ে যায়। এই ফোনটি ৫ বছর পর্যন্ত বড় সফটওয়্যার আপডেট দেবে। অফার সহ এর দাম ₹১৯,৯৯৯।
vivo T4 5G (Phantom Grey, 128 GB)

iQOO Z9x এবং Vivo T4 আসলে একই ফোন, শুধু ব্র্যান্ড আলাদা। তাই এই দুই ফোনই একসঙ্গে ৩ নম্বরে রাখা হল। বিশেষজ্ঞরা বলছেন, এই ফোন এক কথায় ‘ব্যাটারি চ্যাম্পিয়ন’। বিশাল ৭৩০০mAh ব্যাটারি রয়েছে। এছাড়াও রয়েছে ৬.৭৭ ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে আছে। ১২০Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটি 7s3 প্রসেসরে চলে। ৯০W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। মনো স্পিকার থাকা সত্ত্বেও অডিও পারফরম্যান্সে কোনও ঘাটতি নেই। দাম রাখা হয়েছে ₹১৯,৯৯৯।
OPPO K13 5G 128 GB (Prism Black, 8 GB RAM)

Advertisement

Oppo K13 ব্যবহারকারীদের জন্য একটি ভালো ইন্টারফেসের অভিজ্ঞতা দেয়, কারণ এতে ColorOS আছে। এর মধ্যে রয়েছে শক্তিশালী ৬Z৪ প্রসেসর এবং IP65 রেটিং। ফোনটিতে রয়েছে ৮ জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজ, যা UFS 3.1 প্রযুক্তিতে চলে—মানে দ্রুত ডেটা রিড-রাইট গতি পাওয়া যায়। বিশাল ৭০০০mAh ব্যাটারি এবং ৮০W ফাস্ট চার্জিং এই ফোনটিকে অনেকের জন্য আদর্শ করে তুলেছে। এটি সরাসরি Android 15-এর সঙ্গে এসেছে এবং দাম ₹১৭,৯৯৯।
CMF Phone 2 Pro to launch on April 28: All you need to know

CM Phone 2 Pro ফোনটির ডিজাইন একেবারে আলাদা ধরনের—ইন্ডাস্ট্রিয়াল ফিনিশিং দেওয়া হয়েছে, যা দেখতে আকর্ষণীয়। বক্সের ভিতরে চার্জার দেওয়া হয়, যা অনেক ব্র্যান্ড এখন আর দেয় না। Dimensity 7300 Pro প্রসেসরে চলে এই ফোনটি এবং এতে আছে ৮/১২৮GB স্টোরেজ। মনো স্পিকার থাকা সত্ত্বেও ফোনটির UI, উইজেট এবং আপডেট সাপোর্ট বেশ ভালো। এতে রয়েছে ৫০০০mAh ব্যাটারি এবং ৩ বছরের বড় সফটওয়্যার আপডেট দেওয়ার প্রতিশ্রুতি। দাম রাখা হয়েছে ₹১৬,৯৯৯।
OnePlus Nord CE4 (Dark Chrome, 8GB RAM, 128GB Storage)

OnePlus Nord CE4 ফোনটি এমন এক প্রিমিয়াম লুক ও ফিচার নিয়ে এসেছে, যা বাজেট রেঞ্জে খুবই আকর্ষণীয়। এতে রয়েছে FHD+ ১২০Hz AMOLED ডিসপ্লে, Snapdragon 7 Gen 3 প্রসেসর এবং ৮/১২৮GB স্টোরেজ। ফোনটির ৫৫০০mAh ব্যাটারি ১০০W ফাস্ট চার্জিং সাপোর্ট করে, ফলে অল্প সময়েই চার্জ হয়ে যায়। ক্যামেরার দিক থেকেও পিছিয়ে নেই, এতে রয়েছে ৫০+৮MP ডুয়াল ক্যামেরা সেটআপ। Android ১৪ ভিত্তিক OxygenOS 14 ভার্সনে চলে এবং ২ বছরের সফটওয়্যার আপডেট পাওয়া যাবে। দাম একটু বেশি ₹২০,৯৯৯ হলেও অফার থাকলে এটি ₹২০,০০০-এর মধ্যে পাওয়া যেতে পারে।

এই প্রতিবেদন থেকে পরিষ্কার, ₹২০,০০০ টাকার মধ্যেই এখন এমন সব ফোন বাজারে রয়েছে, যেগুলিতে প্রিমিয়াম ফিচারও পাওয়া যাচ্ছে। কারও পছন্দ হতে পারে বড় ব্যাটারি, কারও পছন্দ ডিসপ্লে বা প্রসেসর। তালিকায় থাকা প্রতিটি ফোনই কোনও না কোনও দিক থেকে সেরা। তাই প্রয়োজন অনুযায়ী বেছে নিন।

POST A COMMENT
Advertisement