Bank Holidays 2025: জুলাইয়ে রাজ্যে কতদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে? জরুরি কাজের আগেই জানুন

ছোটখাট উইকএন্ড ট্রিপ প্ল্যান করতে চাইছেন পরিবারের সঙ্গে। তবে টিকিট বুকিংয়ের আগে অবশ্যই জেনে নিন কবে কবে ব্যাঙ্ক ছুটি রয়েছে এ রাজ্যে? জুলাই মাস পড়ার আগেই চোখ বুলিয়ে নিন হলিডে ক্যালেন্ডারে।

Advertisement
জুলাইয়ে রাজ্যে কতদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে? জরুরি কাজের আগেই জানুন
হাইলাইটস
  • জুলাই মাসে কতদিন ছুটি ব্যাঙ্ক
  • আগেই ছুটির তালিকা প্রকাশ করেছিল রিজার্ভ ব্যাঙ্ক
  • পরিবার সমেত উইকএন্ড ট্রিপে ঘুরতে যেতে পারবেন ব্যাঙ্ককর্মীরা

ক্যালেন্ডার অনুযায়ী মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে জুলাই মাসে। আর মাসের প্রথমেই ব্যাঙ্ককর্মীরা হাঁতড়াচ্ছেন ছুটির তালিকা। পরপর ছুটি পেলেই টুক করে একটা উইকএন্ড ট্রিপ করে ফেলা যায় কি না, তা নিয়ে উসখুশ করছেন অনেকেই। জানেন কি এ রাজ্যে কতদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক?

প্রতি মাসে রাজ্যভিত্তিক কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে, সেই তালিকায় বছরের প্রথমেই প্রকাশ করে দেয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রতি মাসের জন্যই রয়েছে আলাদা আলাদা ছুটির তালিকা। RBI-এর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের অধীনে বিভিন্ন রাজ্যে স্থানীয় উৎসব এবং ধর্মীয় উৎসবের কারণে আলাদা আলাদা দিনে ব্যাঙ্ক বন্ধ থাকে।

হিসেব মতো জুলাই মাসে ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকার কথা। এর মধ্যে ৪টি রবিবার, দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছাড়া আরও ৭ দিন ব্যাঙ্কে কোনও কাজ হবে না। বাংলায় আলাদা করে কোনও উৎসবের জন্য এবার ব্যাঙ্ক ছুটি নেই। জুলাই মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ১২ ও ২৬ জুলাই ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৬, ১৩, ২০ ও ২৭ জুলাই চারটি রবিবার পড়েছে। এই ৬ দিন সারা দেশের সকল ব্যাঙ্কের পাশাপাশি বাংলাতেও ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

অন্যান্য রাজ্যের মধ্যে খারচি পুজো উৎসবের কারণে ৩ জুলাই আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। গুরু হরগোবিন্দ সিংজির জন্মবার্ষিকী উপলক্ষে ৫ জুলাই জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৪ জুলাই বেহ দিনখলাম উপলক্ষে শিলংয়ের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। এটি মেঘালয়ের একটি ঐতিহ্যবাহী উৎসব। উত্তরাখণ্ডে হরেলা উৎসবের কারণে ১৬ জুলাই দেরাদুনে ব্যাঙ্ক ছুটি থাকবে। ১৭ জুলাই ইউ তিরট সিং-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিলং-এ ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৯ জুলাই কের পুজো উপলক্ষে আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৮ জুলাই দ্রুকপা সে-জে উপলক্ষে গ্যাংটকের ব্যাঙ্ক গুলি বন্ধ থাকবে।

ব্যাঙ্ক বন্ধ থাকা সত্ত্বেও, গ্রাহকদের কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না কারণ ছুটির দিনেও অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে।

Advertisement

POST A COMMENT
Advertisement