Lionel Messi In Vantara: আম্বানির আমন্ত্রণে সাড়া, আজ জামনগরে অনন্তর চিড়িয়াখানায় ঘুরবেন মেসি

আম্বানিদের আমন্ত্রণে সাড়া দিয়ে লিও মেসি মঙ্গলবার যাচ্ছেন জামনগরে অনন্তর বনতারা চিড়িয়াখানায়। মেসিদের বনতারা ওয়াইল্ডলাইফ ঘুরে দেখার জন্য জামনগরে আমন্ত্রণ করেন মকেশ আম্বানি। শোনা যাচ্ছে, মেসিকে মোটা অঙ্কের চুক্তির প্রস্তাব দিয়েছে রিলায়েন্স গোষ্ঠী।

Advertisement
আম্বানির আমন্ত্রণে সাড়া, আজ জামনগরে অনন্তর চিড়িয়াখানায় ঘুরবেন মেসিআম্বানিদের চিড়িয়াখানায় মেসি
হাইলাইটস
  • আম্বানিদের আমন্ত্রণে সাড়া মেসির
  • বনতারা চিড়িয়াখানা দেখতে জামনগরে পৌঁছলেন
  • মেসিকে মোটা অঙ্কের চুক্তির প্রস্তাব দিয়েছে রিলায়েন্স গোষ্ঠী

GOAT ইন্ডিয়া ট্যুর ছিল ৪ শহরের অনুষ্ঠান। কিন্তু খানিকটা ডি'ট্যুর হল লিও মেসির। আম্বানিদের আমন্ত্রণে দিল্লি থেকে সুয়ারেজ আর রড্রিগো ডি'পলকে নিয়ে তিনি সোজা উড়ে গেলেন জামনগরে। মঙ্গলবার সেখানে অনন্ত আম্বানির বনতারা চিড়িয়াখানা ঘুরে দেখবেন আর্জেন্টাইন মহাতারকা। 

জামনগরে মেসি

মেসির ভারত সফরের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। রবিবার ৩ ফুটবলারের সঙ্গে ডিনার করেন তিনি। এদিকে আবার মেসিদের বনতারা ওয়াইল্ডলাইফ ঘুরে দেখার জন্য জামনগরে আমন্ত্রণ করেন মকেশ আম্বানি। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বিশ্বকাপজয়ী ফুটবলার ও তাঁর দুই সতীর্থ তাঁদের পূর্বনির্ধারিত ভারত সফর আরও একটা দিন বাড়াতে রাজি হন। শোনা যাচ্ছে, মেসিকে মোটা অঙ্কের চুক্তির প্রস্তাব দিয়েছে রিলায়েন্স গোষ্ঠী। সে কারণে সোমবার রাতেই জামনগর পৌঁছে যান তিনি। 

বনতারা ওয়াইল্ডলাইফের উদ্বোধন হয় চলতি বছরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে। রিলায়েন্স ফাউন্ডেশনের পরিচালনায় প্রায় ৩ হাজার একর জুড়ে তৈরি এই চিড়িয়াখানায় রয়েছে ৪৩টি প্রজাতির ২ হাজার পশুপাখি। এশিয় সিংহ, তুষারচিতা, একশৃঙ্গ গণ্ডার সহ একাধিক বিরল প্রজাতির প্রাণী রয়েছে সেখানে। সঙ্গে রয়েছে বন্যপ্রাণী উদ্ধার, সংরক্ষণ এবং তাদের চিকিৎসার বন্দোবস্তও। এই চিড়িয়াখানা ঘুরে, আম্বানিদের আতিথেয়তা গ্রহণ করে ভারত সফর শেষ করবেন মেসি। 

দিল্লিতে তাল কাটল

এদিকে, কলকাতায় মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার স্মৃতি মিটিয়ে দিয়েছিল হায়দরাবাদ এবং মুম্বই। জমকালো, বর্ণাঢ্য অনুষ্ঠানে এই দুই শহর মেসিকে বরণ করে নেয় সুষ্ঠু এবং শৃঙ্খল ভাবে। কিন্তু খানিকটা হলেও তাল কাটল রাজধানীতে। 

সোমবার দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামের অনুষ্ঠানে মেসিকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। কিন্তু তিনি মঞ্চে উঠতেই  ‘AQI, AQI’ বলে স্লোগান ভেসে আসে গ্যালারি থেকে। দিল্লির দূষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই স্লোগান দেওয়া হয়। সেই মুহূর্তের ভিডিও এক্স-এ ছড়িয়ে পড়েছে। শেয়ার করেছেন আম আদমি পার্টির দিল্লি ইউনিটের প্রধান সৌরভ ভরদ্বাজ। তিনি লেখেন, ‘আন্তর্জাতিক লজ্জা! দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা পৌঁছনোর সঙ্গে সঙ্গে মেসিকে দেখতে আসা মানুষ AQI AQI বলে স্লোগান দিচ্ছেন।'

Advertisement

প্রসঙ্গত, দূষণের কারণে দিল্লিতে দমবন্ধ পরিস্থিতি। মেসির অনুষ্ঠানের দিন সর্বোচ্চ AQI ছিল ৪৯৮।  দিল্লির প্রতিকূল আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে মেসির চার্টার ফ্লাইটও দেরিতে পৌঁছয়। সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে দিল্লি পৌঁছনোর কথা থাকলেও ফ্লাইট নামে দুপুর আড়াইটে নাগাদ। এমনকী, G.O.A.T ট্যুরের কিছু কর্মসূচি কাটছাঁট করতে হয়।

 

POST A COMMENT
Advertisement