Advertisement
খেলা

Vaibhav Suryavanshi: আবার বৈভব, এবার ৯০ বলে ১৯০ রান, ইংল্যান্ড সফরের আগে বিস্ময়কর ইনিংস

নজর কাড়ল বিস্ফোরক ইনিংস
  • 1/10

ভারতের অনূর্ধ্ব-১৯ দলের তরুণ তারকা বৈভব সূর্যবংশী যেন থামতেই জানেন না। আইপিএল ২০২৫-এ ইতিহাস গড়ার পর এবার ইংল্যান্ড সফরের ঠিক আগে আবারও নজর কাড়লেন বিস্ফোরক ইনিংস খেলে।
 

মাত্র ৯০ বলে ১৯০ রানের বিধ্বংসী ইনিংস
  • 2/10

বেঙ্গালুরুর BCCI সেন্টার অফ এক্সেলেন্সে এক অনুশীলন ম্যাচে মাত্র ৯০ বলে ১৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন ১৪ বছরের এই ব্যাটার।

চার-ছক্কার বৃষ্টি, ফের একবার চোখ ধাঁধিয়ে দিলেন বৈভব
  • 3/10

ম্যাচের শুরু থেকেই বোলারদের উপর চড়াও হন বৈভব সূর্যবংশী। ছয় মেরে শুরু, চার মেরে শেষ— মাঝখানে শুধু বোলারদের শাসন। লং অন, কভারের ওপর দিয়ে ছয়, স্কয়ার লেগের ফাঁক দিয়ে চার— মাঠের কোনও দিকই বাদ দেননি এই বিস্ময় প্রতিভা।  ৯০ বলের ইনিংসে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ১৯০ রানের এক দুর্ধর্ষ ইনিংস উপহার দেন তিনি।

Advertisement
৩৫ বলে শতরান করে নজর কাড়েন
  • 4/10

বৈভব সূর্যবংশীর নামটা প্রথম উঠে আসে IPL ২০২৫-এ। মাত্র ১৪ বছর বয়সেই রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নামেন তিনি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে শতরান করে নজর কাড়েন ক্রিকেটবিশ্বের। তিনিই এখন IPL-এর ইতিহাসে দ্রুততম শতরান করা ভারতীয়। সারা টুর্নামেন্টে ৭টি ম্যাচে ২৫২ রান করেন তিনি।
 

খুশি কোচিং স্টাফ-সহ নির্বাচকরাও
  • 5/10

এই পারফরম্যান্সের পরই তাঁকে নির্বাচিত করা হয় ভারতের অনূর্ধ্ব-১৯ দলের জন্য। ইংল্যান্ড সফরে যাওয়ার আগে তাঁর ফর্ম দেখে খুশি কোচিং স্টাফ-সহ নির্বাচকরাও।
 

কারা যাচ্ছেন ইংল্যান্ড সফরে?
  • 6/10

ভারতের অনূর্ধ্ব-১৯ দল এবার ইংল্যান্ড সফরে যাচ্ছে, যেখানে তারা খেলবে, একটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ, ৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ, এবং ২টি টেস্ট ম্যাচ।
 

অনেক প্রতিভাবান তরুণ
  • 7/10

দলে বৈভব ছাড়াও আছেন, ঋষি গুপ্ত, অভিজ্ঞান কুণ্ডু (উপ অধিনায়ক ও উইকেটকিপার), মল্যরাজ চাওড়া, খিলান পটেল, যুধাজিত্‍ গুহ, মোহাম্মদ এনান সহ আরও অনেক প্রতিভাবান তরুণ।

Advertisement
ভবিষ্যতের তারকা তৈরি হচ্ছে?
  • 8/10

মাত্র ১৪ বছর বয়সেই যে ম্যাচ উইনারের মতো পারফর্ম করতে পারেন, বৈভব সূর্যবংশী তার সবচেয়ে বড় উদাহরণ। তাঁর খেলার পরিণত ভাব, আগ্রাসী মানসিকতা ও শটের পরিপক্বতা অনেক সিনিয়র ক্রিকেটারকেও হার মানায়। এখনও বয়স অনেকটাই কম, কিন্তু তিনি নিজেকে গড়ে তুলছেন ভারতের ভবিষ্যৎ তারকা হিসেবে।
 

গোটা দেশের নজর
  • 9/10

বৈভব সূর্যবংশীর ব্যাটিং এখন শুধু অনূর্ধ্ব-১৯ পর্যায়ে সীমাবদ্ধ নয়, গোটা দেশের নজর এখন তাঁর দিকে। ইংল্যান্ড সফর তাঁর জন্য বড় পরীক্ষা হতে চলেছে। 
 

নতুন যুগের সূচনা হতে পারে
  • 10/10

যদি সেখানেও ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারেন, তবে খুব তাড়াতাড়ি হয়তো তাঁকে দেখা যাবে জাতীয় দলে— নীল জার্সিতে, আর একটা নতুন যুগের সূচনা হতে পারে ভারতের ক্রিকেটে।

Advertisement