চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারাল ভারত। ভারতীয় দলের দুর্দান্ত পারফরম্যান্সে আবারও আন্তর্জাতিক মঞ্চে সাফল্য।
ফাইনালের জয়ের পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, এখনই ওডিআই ক্রিকেট থেকে এখনই অবসর নিচ্ছেন না। গুজব না ছড়ানোর অনুরোধও করেছেন তিনি।
ম্যাচের পর রোহিত বলেন, 'ভবিষ্যতের কোনও পরিকল্পনা নেই। যেমন আছে তেমনই চলবে। আমি এই ফরম্যাট থেকে অবসর নেব না।'
ফাইনালে রোহিত শর্মার ব্যাটিং ছিল চোখধাঁধানো। ৪১ বলে হাফসেঞ্চুরি করে ৮৩ বলে ৭৬ রান করেন তিনি। ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ৭টি চার।
পরপর দু'বছরে ভারত আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কাপ জিতল ভারত।
রোহিতকে আউট করেন রচিন রবীন্দ্র। তাড়াহুড়ো করতে গিয়ে স্টাম্পড হয়ে ফেরেন হিটম্যান।
২৫ বছর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় দল নিউজিল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরেছিল। এবার সেই একই ব্যবধানে ভারত জয় পেল ফাইনালে।
পুরো টুর্নামেন্টে সব ম্যাচে জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হল টিম ইন্ডিয়া। বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও দু'বার নিউজিল্যান্ডকে হারিয়ে কাপ ঘরে তুলল ভারত।
রান তাড়া করতে নেমে রোহিত শর্মা ও শুভমন গিল দুর্দান্ত শুরু করেন। ওপেনিং পার্টনারশিপে তারা ১০৬ রান যোগ করেন।
শুভমন গিল ৫০ বলে ৩১ রান করেন। স্যান্টনারের বলে গ্লেন ফিলিপসের দুর্দান্ত ক্যাচে আউট হন তিনি।
বিরাট কোহলি মাত্র ১ রানে ব্রেসওয়েলের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন। ভারতের ইনিংসে নাটক শুরু হয় এখান থেকেই।
শ্রেয়স আইয়ার ও অক্ষর প্যাটেল চাপের মধ্যে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। কিন্তু দুজনেই আউট হওয়ায় ম্যাচ জমে ওঠে।
শেষ পর্যন্ত রাহুল (৩৪*) ও জাদেজা (৯*) অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয় এনে দেন। ভারতীয় সমর্থকদের জন্য এটি এক স্মরণীয় মুহূর্ত।
জয়ের শুভেচ্ছা জানিয়ে এক্স-এ পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
ভারতের জয়ে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।