জ্যোতিষ মতে, রাশিচক্রে হনুমানজির প্রিয় ৩ রাশি রয়েছে। এই ৩ রাশির জাতকরা বজরংবলীর আশীর্বাদ পান। সব বাধা দূরে ঠেলে সাফল্যের মুখ দেখেন জাতকরা। বিশদে রইল...
মেষ রাশি (Aries):
হনুমানজির কৃপায় বরাবর সাফল্য পান মেষ রাশির জাতকরা। সব সমস্যা দূর হয়। সব বাধা পার করে সামনের দিকে এগিয়ে যান জাতকরা।
সিংহ রাশি (Leo):
সিংহ রাশির জাতকরা হনুমানজির আশীর্বাদ পান। সুখে কাটে জীবন। সব বিপদ দূরে সরিয়ে সাফল্য পান জাতকরা।
বৃশ্চিক রাশি (Scorpio):
হনুমানজির কৃপায় সুখে কাটে বৃশ্চিক রাশির জাতকদের জীবন। কেরিয়ারে উন্নতি করেন এঁরা। ব্যক্তিগত জীবনে সুখ পান।
অন্য দিকে, জ্যোতিষ মতে, ২৯ মার্চ মীন রাশিতে প্রবেশ করেছে শনি। যার ফলে শনি ও রাহুর সংযোগ তৈরি হয়েছে। ১৮ মে পর্যন্ত এই দুই গ্রহের যুগল সংযোগ থাকবে। যার প্রভাবে লাভের মুখ দেখবেন বৃষ, মকর ও তুলা রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ১৪ এপ্রিল রাশি বদলাবে সূর্য। মেষ রাশিতে প্রবেশ করবেন সূর্যদেব। যার ফলে ভাগ্যের চাকা ঘুরবে মিথুন, কুম্ভ ও কর্কট রাশির জাতকদের।