Ganesh Favourite Zodiacs: গণেশের আশীর্বাদ থাকে এই ৩ রাশিতে, সুখ-বিলাসিতায় কাটে জীবন

জ্যোতিষ মতে, রাশিচক্রে গণেশের প্রিয় রাশি রয়েছে। এই ৩ রাশি সিদ্ধিদাতার অন্যতম কাছের। গণেশের আশীর্বাদে সারাজীবন সুখে কাটে এই রাশির জাতকদের। জেনে নিন বিশদে...

Advertisement
গণেশের আশীর্বাদ থাকে এই ৩ রাশিতে, সুখ-বিলাসিতায় কাটে জীবনগণেশের প্রিয় এই ৩ রাশি।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, রাশিচক্রে গণেশের প্রিয় রাশি রয়েছে।
  • এই ৩ রাশি সিদ্ধিদাতার অন্যতম কাছের।
  • গণেশের আশীর্বাদে সারাজীবন সুখে কাটে এই রাশির জাতকদের।

জ্যোতিষ মতে, রাশিচক্রে গণেশের প্রিয় রাশি রয়েছে। এই ৩ রাশি সিদ্ধিদাতার অন্যতম কাছের। গণেশের আশীর্বাদে সারাজীবন সুখে কাটে এই রাশির জাতকদের। জেনে নিন বিশদে...


মেষ রাশি (Aries): 

গণেশের আশীর্বাদ পান মেষ রাশির জাতকরা। আজীবন সুখে কাটে। টাকা-পয়সার কখনও অভাব হয় না। কেরিয়ারে উন্নতি করেন এই জাতকরা।

মকর রাশি (Capricorn): 

গণেশের অন্যতম প্রিয় রাশি হল মকর। এই রাশির জাতকরা কর্মক্ষেত্রে সবসময় উন্নতি করে থাকেন। অর্থলাভ হয়। ব্যবসায় বিরাট লাভ করে থাকেন এই রাশির জাতকরা। সুখে কাটান জীবন।

মিথুন রাশি (Gemini):

 গণেশের কৃপায় লাভের মুখ দেখেন মিথুন রাশির জাতকরা। কর্মক্ষেত্রে বিশাল উন্নতি হয়। চাকরিতে সাফল্যের যোগ থাকে। জীবন সুখে কাটে। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, ২৯ মার্চ মীন রাশিতে প্রবেশ করেছে শনি। যার ফলে শনি ও রাহুর সংযোগ তৈরি হয়েছে। ১৮ মে পর্যন্ত এই দুই গ্রহের যুগল সংযোগ থাকবে। যার প্রভাবে লাভের মুখ দেখবেন বৃষ, মকর ও তুলা রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ১৪ এপ্রিল রাশি বদলাবে সূর্য। মেষ রাশিতে প্রবেশ করবেন সূর্যদেব। যার ফলে ভাগ্যের চাকা ঘুরবে মিথুন, কুম্ভ ও কর্কট রাশির জাতকদের।জ্যোতিষ মতে, আগামী ১২ এপ্রিল শনির পুষ্য নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল। যার ফলে কপাল খুলবে কন্যা, মীন ও কর্কট রাশির জাতকদের।
 

POST A COMMENT
Advertisement