May 2025 Zodiac Money Lucky Rashifal: মে মাসের শেষ সপ্তাহে বৃহস্পতি, শুক্র ও মঙ্গল একযোগে শুভ অবস্থানে আসায় কয়েকটি রাশির জাতকদের জীবনে আসছে অর্থ উপার্জনের সুবর্ণ সুযোগ। এই সময় ভাগ্য, পরিশ্রম এবং গ্রহের অবস্থানের সম্মিলনে আর্থিক স্থিতি যেমন মজবুত হবে, তেমনই নতুন ইনকামের পথও খুলে যাবে।
১. মেষ (Aries)
মে মাসের শেষদিকে বৃহস্পতি দ্বাদশ স্থান থেকে লাভস্থান অধিষ্ঠান করবে। পুরনো ঋণ ফেরত পাওয়া বা হঠাৎ মুনাফা আসার সম্ভাবনা প্রবল। কর্মক্ষেত্রে প্রোমোশন বা অতিরিক্ত ইনসেনটিভের সম্ভাবনাও রয়েছে।
২. সিংহ (Leo)
শুক্রের কৃপায় আর্থিক সাফল্য প্রায় নিশ্চিত। ব্যবসা হোক বা চাকরি—উভয় ক্ষেত্রেই আর্থিক প্রবাহ বাড়বে। বিদেশ থেকে আর্থিক যোগাযোগের সম্ভাবনা উজ্জ্বল।
৩. তুলা (Libra)
শনি ও মঙ্গলের শুভদৃষ্টি আপনার দ্বিতীয় ও একাদশ ঘরে পড়ছে। ফলে জমি-বাড়ি বা প্রপার্টি সংক্রান্ত কাজে হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেটেও শুভ সূচনা সম্ভব।
৪. ধনু (Sagittarius)
মার্চের মধ্যভাগ থেকে শুরু হওয়া আর্থিক চাপে স্বস্তি আসবে। বৃহস্পতির শক্তিশালী অবস্থান আপনাকে ব্যবসায় বা স্বাধীন পেশায় আর্থিক সাফল্য দেবে।
৫. কুম্ভ (Aquarius)
চাকরিতে থাকা জাতকদের জন্য আসতে পারে বোনাস বা নতুন অফার। পাশাপাশি যারা ফ্রিল্যান্সিং বা অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য প্রচুর ইনকামের সম্ভাবনা।
গ্রহগুলির শুভ প্রভাব কোথায় কাজ করবে?
বৃহস্পতি: আয় ও সম্মানের ভাণ্ডার খুলে দেবে।
শুক্র: বিলাসিতা ও আর্থিক প্রসার ঘটাবে।
মঙ্গল: প্রচেষ্টাকে রূপান্তর করবে অর্থে।