
বাংলা নববর্ষ পড়ে গিয়েছে। সামনেই অক্ষয় তৃতীয়া। আর এই অক্ষয় তৃতীয়ায় (Akshaya Tritiya 2023) ১২৫ বছর পর তৈরি হবে পঞ্চগ্রহী যোগ। ফলে সুরাহা হবে ৫ রাশির। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া উপযাপিত হয়। শাস্ত্রে এই তিথিকে স্বয়ংসিদ্ধ মুহূর্ত বলে মনে করা হয়েছে। 
 

অক্ষয় তৃতীয়াকে ধনতেরাস ও দীপাবলির মতোই শুভ বলে মনে করা হয়। এবার ১২৫ বছর পর অক্ষয় তৃতীয়ায় পঞ্চগ্রহী যোগ (Panchgrahi Yog) তৈরি হচ্ছে। মেষ রাশিতে তৈরি হবে এই পঞ্চগ্রহী যোগ। এর ফলে যে রাশিগুলি উপকৃত হবে একবার দেখে নেওয়া যাক।

মেষ রাশি (Aries) - এই রাশির মানুষ টাকা পয়সা এবং সোনা পেতে পারেন। কেরিয়ার এবং ব্যবসার ক্ষেত্রেও আসবে উন্নতি।

বৃষ রাশি (Taurus) - বস্ত্র ও গয়না প্রাপ্তি হতে পারে। যাঁরা শিল্পকলা বা সৃষ্টিশীল কাজে যুক্ত, তাঁরা বিশেষ সুফল পাবেন। যে কোনও বিপদ কেটে যাবে।

কর্কট রাশি (Cancer) - অক্ষয় তৃতীয়ায় এই রাশির ধনযোগ রয়েছে। অর্থ সংক্রান্ত যে সমস্যা চলছে তাও দূর হবে। পেতে পারেন দামি উপহারও। 
 

সিংহ রাশি (Leo) - সোনা বা তামার কোনও জিনিস এই দিন কিনলে শুভ ফল পাবেন। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন।

বৃশ্চিক রাশি (Scorpio) - কোনও বাহন কেনার পরিকল্পনা সফল হতে পারে। বিনিয়োগের জন্যও সময়টা ভাল। চাকরিতে লাভের যোগ তৈরি হচ্ছে।
আরও পড়ুন - এই সপ্তাহেই বক্রি হচ্ছে বুধ, হবে ৫ রাশির দীর্ঘদিনের স্বপ্নপূরণ