Advertisement
লাইফস্টাইল

Living Apart Together Marriage : ভারতেও বাড়ছে LAT Marriages, কী এই বিয়ে; কীভাবে থাকতে হয় দম্পত্তিকে?

LAT বা  Living Apart Together
  • 1/8

LAT বা  Living Apart Together। অর্থাৎ বিয়ের মধ্যে থেকেও একসঙ্গে বসবাস না করা। বিদেশে এই  Living Apart Together খুব জনপ্রিয়। কিন্তু, এখন আমাদের দেশেও এর জনপ্রিয়তা বাড়ছে। স্বামী ও স্ত্রী দুজনেই চাকরি করলে তাঁরা Living Apart Together কে বেছে নিচ্ছেন। 

LAT বা  Living Apart Together
  • 2/8

মনোবিদরা বলছেন, এমন অনেক ঘটনা দেখা যায়, যেখানে সপ্তাহান্তে স্ত্রী স্বামীর কাছে আসেন বা স্বামী স্ত্রীর কাছে যান। স্বামী হয়তো স্ত্রীকে ফ্লাইট বা ট্রেন থেকে বাড়িতে নিয়ে আসেন। তারপর একটা বা দুটো দিন একসঙ্গে কাটিয়ে ফের নিজের নিজের কর্মস্থলে ফিরে যান। 

LAT বা  Living Apart Together
  • 3/8

যে দুই বা একদিন তাঁরা বাড়িতে থাকেন সেই দিনগুলো একসঙ্গে থাকেন, রান্নাবান্না করেন, বাইরে কোথাও ঘুরতে যান। এই দুটো দিনকেই তাঁরা বেছে নেন  ভালোবেসে সময় কাটানোর জন্য। 

Advertisement
LAT বা  Living Apart Together
  • 4/8

এখন অনেকের মনে প্রশ্ন কেন Living Apart Together অপশন বেছে নিচ্ছেন অনেকে? এর প্রধান কারণ হল কেরিয়ার। কখনও কখনও স্বামী, স্ত্রী তাঁদের চাকরি বা কাজের কারণে বিভিন্ন শহরে বা বিদেশে থাকেন। ফলে বাড়ি ছেড়ে থাকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 

LAT বা  Living Apart Together
  • 5/8


অনেকে আবার ব্যক্তিগত পরিসর বেশি চান। বিয়ে করেও তাঁদের ইচ্ছে থাকে আলাদা থাকার। সেক্ষেত্রে ঝগড়ার সম্ভাবনা কমে যায়। 

LAT বা  Living Apart Together
  • 6/8

অনেকে আবার বিয়ের পরও নিজের নিজের পরিবারের সঙ্গে থাকতে চান। সেজন্য অনেক যুগলরা একে অপরের থেকে আলাদা থাকতে চান। 

LAT বা  Living Apart Together
  • 7/8


ভারতেও বিয়ের ধরণ ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। এখন পুরুষরাও স্ত্রীদের কেরিয়ারকে সমর্থন করেন। তাই Living Apart Together ক্রমাগত বাড়ছে। 

Advertisement
LAT বা  Living Apart Together
  • 8/8

এই প্রজন্মের অনেকেই মনে করেন, LAT বিয়ের অনেক সুবিধা রয়েছে। এই বিয়েতে থাকলে ব্যক্তিগত স্বাধীনতা গুরুত্ব পায়। প্রতিদিনের ঝগড়া এবং একঘেয়েমি এড়ানোর সুযোগ পাওয়া যায়। 

Advertisement