Advertisement
লাইফস্টাইল

Tulsi Plant Care In Monsoon: বৃষ্টিতে তুলসী গাছ পচতে শুরু করেছে? এসব টিপস মানলে সতেজ- সুন্দর থাকবে

Tulsi Plant
  • 1/9

হিন্দু ধর্মে তুলসিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। প্রায় প্রতিটি মন্দির তো বটেই, এমনকি প্রতিটি বাড়িতেই তুলসি গাছ থাকে। যেখানে রোজ, জল, ফুল, ধূপ, প্রদীপ দেওয়া হয়। বিভিন্ন ধর্মীয় কাজে তুলসির ব্যবহার অত্যন্ত শুভ।  
 

Tulsi Plant
  • 2/9

তুলসী শুধুমাত্র ধর্মীয় দিক দিয়ে শুভ নয়। এই গাছের ওষধি গুণ অত্যন্ত বেশি। স্ট্রেস কমানো, সর্দি -কাশি কমানো, জীবণুমুক্ত করার মতো একাধিক গুণ রয়েছে তুলসীর। 

Tulsi Plant
  • 3/9

এছাড়াও তুলসী গাছ বায়ু শোধন করতে পারে। এই গাছ বাতাস থেকে সালফার-ডাই- অক্সাইড, কার্বন-ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইডের শোষণ করে প্রচুর অক্সিজেন ছড়িয়ে দেয় পরিবেশে। 

Advertisement
Tulsi Plant
  • 4/9

আজকাল প্রায় প্রতিটি বাড়িতে তুলসী গাছ লাগানো হয়। তবে বর্ষাকালে তুলসী গাছের বিশেষ যত্ন নেওয়া উচিত। নয়তো গাছ পচে যেতে শুরু করে।

Tulsi Plant
  • 5/9

বর্ষাকালে অতিরিক্ত জলের কারণে গাছ ক্ষতিগ্রস্ত হয়। তুলসী গাছের ক্ষেত্রেও, এমন মাটিতে গাছ লাগানো গুরুত্বপূর্ণ যা সঠিকভাবে নিষ্কাশন করা যায়।

Tulsi Plant
  • 6/9

সেই সঙ্গে পাত্র নির্বাচন করার সময়, মনে রাখবেন যে এতে একটি নিষ্কাশন গর্ত থাকা উচিত।
 

Tulsi Plant
  • 7/9

মালচিং এমন একটি প্রক্রিয়া যেখানে মাটির পৃষ্ঠ বা গাছের চারপাশে এমন কিছু দিয়ে ঢেকে দেওয়া হয়,যাতে গ্রীষ্মে আর্দ্রতা বজায় থাকে, তবে বর্ষাকালে জল জমে থাকা রোধ করার জন্য এটি অপসারণ করা প্রয়োজন।
 

Advertisement
Tulsi Plant
  • 8/9

বর্ষাকালে, যদি অবিরাম বৃষ্টিপাত হয়, তাহলে তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। মাটি একটু শুষ্ক হতে শুরু করলে তবেই জল দিন।
 

Tulsi Plant
  • 9/9

বর্ষায়, তুলসী গাছের প্রচুর সূর্যালোকের প্রয়োজন হয়। যখনই রোদ আসে, তুলসী গাছকে পর্যাপ্ত সূর্যালোক দিতে ভুলবেন না।

Advertisement