ইডির সমনে বৃহস্পতিবার কলকাতায় মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পিসি তথা তৃণমূল কাউন্সিলর মায়া সাহা। জিজ্ঞাসাবাদের আগে তিনি বলেন,'দুনীর্তির টাকা আমার অ্যাকাউন্টে নেই। জোরগলায় বলছি, কোনও দুর্নীতি করিনি।' তিনি আরও বলেন, 'আমার স্বামী ৪০ বছর ধরে ব্যবসা করেন। এটা স্বামীর টাকা'।