'আশুতোষ কলেজের ছাত্র ভোটের সময় স্টেন গান, পাইপ গান নিয়ে তাড়া করেছিল। হাজরার মোড়ে ডান্ডা মেরে মেরে ৪৬টা সেলাই করতে হয়েছিল। বাঁ হাতের হাড় নেই। গার্ডেনরিচে গুলি চালিয়েছিল। গাড়ির কাচ চোখে ঢুকল'। সিপিএম জমানার কথা মনে করিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।