নিউমার্কেটের ইদের বাজার এ বছর অনেকটাই ফিকে। এই সময় বাংলাদেশিদের কেনাকাটার ভিড় দেখা যেত। কিন্তু সেই ভিড় এবার নেই। গত বছর অগাস্টে সে দেশে পালাবদলের পর ভারত-বাংলাদেশ সম্পর্কে চাপানউতোর। তার প্রভাব পড়েছে ইদের কেনাকাটায়। নিউমার্কেটের ইদের বাজার ঘুরে দেখল bangla.aajtak.in।