'BJP আর নির্বাচন কমিশন মিলে CAA চাপানোর চেষ্টা করলে, পা ভেঙে দেব,' হুঁশিয়ারি ফিরহাদ হাকিমের। মঙ্গলবার SIR নিয়ে সর্বদলীয় বৈঠক ছিল। সেখানেই গিয়েছিলেন পুরমন্ত্রী। এদিন বৈঠকের পরেই মুখ খোলেন ফিরহাদ হাকিম। বলেন, 'আমরা চাই যেন কোনও বৈধ ভোটার বাদ না যায়। কিন্তু যদি BJP আর নির্বাচন কমিশন যদি একসাথে চলতে চায়, আমরা তা দেব না। দরকার হলে তাদের পা ভেঙে দেব।' ফিরহাদ আরও জানান, নির্বাচন কমিশন বিজেপির সাথে চক্রান্ত করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। পাসাপাশি ফিরহাদ বলেন, 'একটাও পরিজায়ী শ্রমিকের নাম বাদ গেলে আমরা আবার রাস্তায় নামতে হবে।'