'দিদি পাশে আছে', সোমবার রেড রোডে ঈদের অনুষ্ঠান মঞ্চ থেকে বার্তা দিলেন মমতা। এদিন মুখ্যমন্ত্রীয কোনওরকম প্ররোচনায় পা না দেওয়ার বিষয়েও সাবধান করে দেন। তিনি বলেন, 'একটা কথা মাথায় রাখবেন, দিদি আপনার পাশে আছে... খারাপ লাগলে তা হৃদয়ে রাখুন, সময় মতো জবাব দেওয়া হবে। কিন্তু তাদের টাচ করবেন না, টাচ করা হলে তাদের গুরুত্ব দেওয়া হয়ে যাবে।'