'বিজেপির ক্ষমতা থাকলে ৫০ পার করে দেখাক। আগামী দিনে লড়াই করব। আমরা সাজিয়ে দাও, গুছিয়ে দাও রাজনীতি করি। শপথ নিতে হবে, তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলাদেশি বলে ব্যঙ্গবিদ্রূপ করেছে, তাদের বিরুদ্ধে ১০ কোটি বঙ্গবাসীর লড়াই'। বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।