কসবার সাউথ ক্যালকাটা ল’ কলেজে ধর্ষণকাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। কলেজে আটকে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল ছাত্র পরিষদ ঘনিষ্টদের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এবার সেই কলেজে ভর্তি করানোর নামে টাকার দাবির অভিযোগ তুলে সরাসরি তৃণমূল বিধায়ক তথা কলেজ পরিচালন সমিতির সভাপতি অশোক দেবকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সোমবার হুল দিবসের এক অনুষ্ঠানে শুভেন্দুকে সাংবাদিকরা প্রশ্ন করেন, ওই কলেজে ভর্তি করিয়ে দেওয়ার নামে পড়ুয়াদের কাছ থেকে টাকা নেওয়া হত কি না। এর উত্তরে শুভেন্দু বলেন, 'অশোক দেবকে জিজ্ঞেস করুন। উনি সব বলতে পারবেন। তৃণমূলে তো এখন একটা পায়খানার ঘর পেতেও টাকা দিতে হয়।' বিষয়টিতে একাধিকবার ফোন করা হলেও অশোক দেব কোনও প্রতিক্রিয়া দেননি। তাঁর বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনটি আপডেট করা হবে বলে।
উল্লেখ্য, কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণের অভিযোগে যে তিনজন গ্রেফতার হয়েছে, তারা প্রত্যেকেই তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ অন্যান্যদের একাধিক তৃণমূল নেতা ও মন্ত্রীর সঙ্গে ছবি দেখা গেছে বলে অভিযোগ। জানা গিয়েছে, নির্যাতিতা ছাত্রী নিজেও ছিলেন টিএমসিপির সদস্য।
নির্যাতিতার অভিযোগ অনুযায়ী, ২৫ জুন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা ৫০ মিনিটের মধ্যে কলেজ ক্যাম্পাসেই তাঁকে ধর্ষণ করে মনোজিৎ। প্রথমে তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় ইউনিয়ন রুমে। পরে নিরাপত্তারক্ষীর ঘরে নিয়ে গিয়ে সেখানে তাঁকে ধর্ষণ করা হয়। কলেজের মেন গেট তখন বন্ধ ছিল। বাইরে পাহারায় ছিল মনোজিতের দুই সহযোগী। ছাত্রী সাহায্যের জন্য রক্ষীর কাছে গিয়েও কোনও সহায়তা পাননি। উলটে তাঁকে ভয় দেখানো হয়, ধর্ষণের কথা জানালে তাঁর প্রেমিককে খুন করে দেওয়া হবে এবং তাঁর বাবা-মাকে গ্রেফতার করানো হবে।