
আরজি করকাণ্ডের আবহে 'পুজোয় আছি, উৎসবে নেই' -তে শামিল হয়েছেন অনেকে। বিচারের দাবিতে মহালয়ায় শহরে মিছিলে হেঁটেছে নাগরিক সমাজ।

তবে মহালয়ার সন্ধ্যায় কলকাতার এক প্রান্তে ধরা পড়ল দুর্গাপুজোর সেই চেনা ভিড়ের ছবি।

কলকাতার অন্যতম বড় পুজো শ্রীভূমিতে মহালয়ার সন্ধ্যাতেই নামল জনজোয়ার।

ঠাকুর দেখতে ভিড় করলেন বহু মানুষ। আলো ঝলমলে পরিবেশে পুজোর সেই চেনা আমেজ।

শ্রীভূমিতে এই ভিড় নতুন কিছু নয়। গত কয়েক বছর ধরেই শ্রীভূমিতে মহালয়া থেকেই জনজোয়ারের ছবি দেখা যায়।

তবে এবার আরজি করকাণ্ডের জেরে ভিড় কেমন হবে, আদৌ শহরবাসী ঠাকুরদেখায় মাতবেন কি না, তা নিয়ে অনেকেই সংশয়ে ছিলেন। কিন্তু মহালয়ার সন্ধ্যায় শ্রীভূমির সেই চেনা ভিড়ের ছবি যেন বলে দিল, উৎসবে তৈরি কলকাতা।

মহালয়ার আগের দিনই শ্রীভূমির পুজোর সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

এবার তাদের থিম, তিরুপতি মন্দির। চোখধাঁধানো মণ্ডপের সঙ্গে সাবেকি প্রতিমা নজর কেড়েছে।

শ্রীভূমি মানেই মন্ত্রী সুজিত বসুর পুজো নামে পরিচিত। প্রতি বছরই ভিড়ে টেক্কা দেয় শ্রীভূমি। শ্রীভূমিতে ভিড়ের ছবি যেন বলে দিল, উৎসব শুরু।