Short Jokes: বিয়ে করতে ছেলের ভয়! বাবার পরামর্শ শুনলে খুব হাসবেন

Bengali Jokes: হাসতে থাকলে আশেপাশের পরিবেশ এবং আপনার মেজাজ ভালো থাকে। আজকের ব্যস্ত সময়সূচীতে, লোকেরা হাসতেও ভুলে যায়, তাই আপনাকে হাসানোর জন্য আমরা নিয়ে এসেছি মজার ভাইরাল জোকস। এটা পড়ে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

Advertisement
Short Jokes: বিয়ে করতে ছেলের ভয়! বাবার পরামর্শ শুনলে খুব হাসবেনShort Jokes

 Jokes In Bengali: হাসি  মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা  গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

>ছেলে: বাবা আমি বিয়ে করবো না, আমার সব মেয়েদেরই ভয় লাগে।
বাবা: একবার বিয়ে কর, দেখবি শুধু একটা মেয়েকেই ভয় লাগছে, বাকি সব মেয়েদের ভালো লাগছে।

>এক বন্ধু আরেক বন্ধুকে বলছে-
রমেশ: যদি তোর বউ তোর কথা না শোনে, তবে…
বিমল: তবে কী?
রমেশ: এত আগ্রহভরে শুনতে চেয়ে লাভ নেই।
বিমল: কেন?
রমেশ: বরের কথা আসলে কোনও বউই ঠিকমতো শোনে না।
বিমল: তাহলে কী করতে বলছিস?
রমেশ: সবসময় বউয়ের কথা তুই মেনে নিবি। সে হ্যাঁ বললেও হ্যাঁ, না বললেও হ্যাঁ।

>শিক্ষক: গরু ঘাস খাচ্ছে এমন একটা ছবি আঁকো। কিছুক্ষণ পর-
ছাত্র: স্যার আমার আঁকা শেষ।
শিক্ষক: আমি আঁকতে বলেছি গরু ঘাস খায় আর তুমি শুধু গরু এঁকেছ কেন?
ছাত্র: গরু সব ঘাস খেয়ে ফেলেছে স্যার।

> উকিল বলছেন চোরকে, ‘তুমি বলছ, তুমি নিরপরাধ, অথচ পাঁচজন সাক্ষী বলছে, তারা তোমাকে দোকান থেকে ঘড়িটা চুরি করতে দেখেছে।’
চোর: হুজুর, আমি এমন ৫০০ জনকে হাজির করতে পারব, যারা আমাকে চুরি করতে দেখেনি!

> বস সেদিন মেজাজ খুবই খারাপ। অফিসে ঢুকেই দেখলেন পিয়ন হাতে কিছু কাগজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে—
বস: এই, কাজের কাজ তো কিছু করিস না। হাতে কী?
পিয়ন: স্যার চিঠি।
বস: কোন ছাগলের চিঠি?
পিয়ন: স্যার আপনার।
বস: কোন গাধা লিখেছে?
পিয়ন: স্যার আপনার বাবা!

> চোর: জলদি, পুলিশ আসছে! জানালা দিয়ে লাফিয়ে পড়।
সহকারী: ক্যান ওস্তাদ? পেছনেও তো দরজা আছে।
চোর: বাংলা সিনেমায় তাই করে।
সহকারী: কিন্তু ওস্তাদ, আমরা যে এখন তের তলায় আছি।
চোর: দুর গাধা! এখন কি কুসংস্কার নিয়ে মাথা ঘামানোর সময়?

Advertisement

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 
 

POST A COMMENT
Advertisement