Special Jokes: সেলুনের চারদিকেই লাগানো ভূতের ছবি! কারণটা শুনলে আপনিও তারিফ করবেন নাপিতের

Top Jokes: হাসি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। মানসিক চাপের কারণে আজকাল সবাই কোনো না কোনো রোগে ভুগছে। এমন অবস্থায় হাসতে থাকা ওষুধের মতো কাজ করে।

Advertisement
Special Jokes: সেলুনের চারদিকেই লাগানো ভূতের ছবি! কারণটা শুনলে আপনিও তারিফ করবেন নাপিতেরSpecial Jokes

Comedy Jokes: বর্তমান সময়ের দৌড়াদৌড়ির জীবনে হাসি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি হাসতে থাকেন  তবে সবচেয়ে কঠিন কাজটিও সহজেই হয়ে যায়। সুস্থ থাকতে আমাদের সকলেরই প্রতিদিন নিয়মিত হাসতে হবে। জোকস এবং কৌতুক একজন ব্যক্তিকে হাসাতে অনেক সাহায্য করে। কৌতুক ও চুটকুলে পড়ে একজন মানুষের সময় কাটে হাসতে হাসতে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু মজার জোকস ও চুটকুলে, যা পড়ার পর আপনি হাসি থামাতে পারবেন না। তো হাসতে হাসতে শুরু করা যাক...

> আচ্ছা সূর্য কেন স্কুলে যায় না ?
কারণ সুর্যের কাছে অলরেডি কয়েক লক্ষ ডিগ্রি আছে।

> ম‌্যাডামঃ আজকে আমরা Tense বা ক্রিয়ার কাল শিখব।
বলতো- আমি একজন সুন্দরী মহিলা - এটা কোন কাল।
ছাত্রঃ ম‌্যাডাম - অবশ‌্যই অতীত কাল।

> চ্যাটার্জি বাবু তার ছেলেকে উপদেশ দিচ্ছেন—
চ্যাটার্জি বাবু: পরিস্থিতির ওপর নির্ভর করে সবকিছুই সুন্দর হতে পারে। যেমন সকাল ৯টায় স্কুলের ঘণ্টা চরম বিরক্তিকর লাগে ছাত্রদের।
ছেলে: হ্যাঁ বাবা ঠিকই বলেছো।
চ্যাটার্জি বাবু: আর সেই ঘণ্টার শব্দই বিকাল ৪টায় কানে মধুবর্ষণ করে তাদের।
ছেলে: হ্যাঁ, বাবা। কিন্তু তোমার এমন লাগতো বলেই আমি ভালো ছাত্র হতে পারিনি।

> গার্লস স্কুলের এক শিক্ষিকা ক্লাসরুমে এক ছাত্রীকে প্রশ্ন করছেন -
শিক্ষিকা: পুষ্প বল তো, তোমার নামের অর্থ কী?
পুষ্প: ফুল, ম্যাডাম ।
শিক্ষিকা: শুড! এবার পাঁচটি চুলের নাম বল তো।
পুষ্প: বিউটিফুল, ওয়ান্ডারফুল, গ্রেটফুল, হাউসফুল এবং আশরাফুল।

> এক সেলুনের চারদিকেই লাগানো শুধু ভূতের ছবি। 
তা দেখে একটি লোক  জিজ্ঞেস করল : দাদা, আপনি দোকানে এত ভূতের ছবি কেন লাগিয়েছেন?
নাপিত: ভয় পেয়ে চুল খাড়া হলে কাটতে সুবিধা হয় তো তাই।

> প্রেমিকঃ বিয়ে করবে না বলে যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছ, তাহলে আমার সব চিঠি আমাকেত ফেরত দাও। 
প্রেমিকাঃ ওগুলো তোমাকে দেওয় যাবে না। আমি পুড়িয়ে ফেলব।
প্রেমিকঃ না এটা করতে যেও না। আমি আর দ্বিতীয়বার চিঠি লিখতে পারবো না। ওগুলো দিয়েই নতুন একটি প্রেম করবো। 

Advertisement

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

POST A COMMENT
Advertisement