Jokes in Bengali: হাসি প্রতিটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, আপনি যদি সবসময় হাসতে থাকেন তাহলে অনেক মারাত্মক রোগ থেকে বাঁচতে পারবেন। কিন্তু আজকের এই দৌড়ঝাঁপ জীবনে আমরা নিজেদেরকে এতটাই ব্যস্ত করে ফেলেছি যে প্রিয়জনদের সাথে বসে হাসার সময় নেই। এমন পরিস্থিতিতে, আপনাকে হাসাতে, আমরা গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের এমন কিছু মজার জোকস নিয়ে এসেছি যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা পড়ার পরে আপনি হাসবেন। চলুন শুরু করা যাক হাসির ডোজ...
> ১ম বন্ধু: কিরে, তোর বাবা না দাঁতের ডাক্তার, তাইলে তোর ভাই দাঁত ছাড়া জন্ম নিলো কেন???
২য় বন্ধু: তোর বাবাও তো টেইলার, তাহলে তোর ভাই ন্যাংটো হয়ে জন্ম নিলো কেন??
> আমেরিকা আর বাংলার রাস্তার মধ্যে পার্থ হলো:
আমেরিকায় বৃষ্টি থামার ১০ মিনিটের মধ্যে রাস্তা থেকে জল উধাও হয়ে যায় আর বাংলায় বৃষ্টির ১০ মিনিটের মধ্যে রাস্তা উধাও হয়ে যায়!!!
> এক নায়িকা গেছেন ডাক্তারের কাছে………………
ডাক্তার: বাহ! আপনার ওজন তো দেখছি এক কেজি কমেছে!!!
নায়িকা: হুম, কমারই তো কথা!
ডাক্তার: কেন??
নায়িকা: কারণ আজকে আমি মেক-আপ করিনি!!!
> সুন্দরি রোগী: আমি শুধু একটা জিনিসই চাই!
ডাক্তার: সেটা কী???
রোগী: বাচ্চা!
ডাক্তার: আপনি কোনো চিন্তা করবেন না, এ ব্যাপারে আমি কখনও ব্যর্থ হইনি!!!
> ডাক্তার: তার মানে আপনি বলতে চাচ্ছেন যে, আপনি সাররাত ধরে ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন??
রোগী: হ্যাঁ স্যার।
ডাক্তার: কতদিন যাবত এটা চলছে???
রোগী: প্রায় ১ বছর ধরে!
ডাক্তার: হুম, কিন্তু আপনার কি অন্য কোনো স্বপ্ন দেখতে ইচ্ছে করে না?? যেমন ধরেন: ঘুরতে যাওয়া, খাওয়া-দাওয়া করা???
রোগী: হুঁ, এসব করতে গিয়ে আমি আমার ব্যাটিংটা মিস করি আর কি!!!!
> স্কুল পড়ুয়া দুই বন্ধুর পরীক্ষা শেষে মাঠে দেখা…………
১ম বন্ধু: কিরে, তোর পরীক্ষা কেমন হয়েছে রে???
২য় বন্ধু: পরীক্ষা তেমন ভালো হয়নি রে। কিন্তু ৫ নাম্বার নিশ্চিত পাব!
১ম বন্ধু: কীভাবে??
২য় বন্ধু: পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ছিল ৫ নাম্বার! তাই আমি পরীক্ষার খাতায় একটা আচড়ও দেইনি! তাই ৫ নাম্বার নিশ্চিত পাব।
১ম বন্ধু: হায়! সর্বনাশ হয়েছে! আমিও তো তোর মতো পরীক্ষার খাতায় একটাও আচড় দিইনি আমাদের দুজনের খাতা একই রকম দেখলে স্যার মনে করবেন আমরা দুইজন নকল করেছি!!!
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)