Funny Viral Jokes: অফিসে বেতন বাড়ানোর উপায়! ইনক্রিমেন্টের মাসে জেনে রাখা মাস্ট

Jokes in Bengali:যখন আমরা হাসি, খুশি থাকি, তখন আমাদের মানসিক চাপ চলে যায়, যা সুস্বাস্থ্যের জন্যও প্রয়োজনীয়। চিকিৎসা বিজ্ঞানের মতে, হাসি আমাদের শরীরে মেলাটোনিন নামক হরমোন নিঃসরণ করে, যার ফলে শান্তির ঘুম হয়। তাই এটা গুরুত্বপূর্ণ যে আমরা হাসতে থাকি। আপনাদের হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস। তো চলুন শুরু করা যাক হাসির জন্য জোকস পড়া।

Advertisement
Funny Viral Jokes: অফিসে বেতন বাড়ানোর উপায়! ইনক্রিমেন্টের মাসে জেনে রাখা মাস্ট Funny Viral Jokes

Viral Chutkule in Bengali: হাসলে ইতিবাচক পরিবেশ বজায় থাকে। একজন মানুষ যখন স্ট্রেস থেকে দূরে থাকে, তখন মানসিক রোগও কাছে আসে না। প্রাণ খুলে হাসিকে বলা হয় সুস্বাস্থ্যের রহস্য। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।

> জসিম সাহেবের অনেক বড় কোম্পানি। সেখানেই রিসেপশনিস্ট পদে কাজ করে রিয়া। সে বেশ ভালোই কাজ করছে, কিন্তু বেতন বাড়ছে না। একদিন বসের কাছে সে বললো—
রিয়া: আমাকে ২০০০ টাকা মাইনে বাড়িয়ে দিন প্লিজ।
বস: কেন? তুমি আর নিখিল তো একই টাকা পাও। তোমাকে বেশি দেব কেন?
রিয়া: আমি আসার পর তো আপনার কাস্টমার চারগুণ বেড়ে গিয়েছে। সেই লাভের ভাগ আপনি একা নেবেন কেন!

> শিক্ষক ছাত্রদের প্রশ্ন করলেন, ‘চোখ আর ক্যামেরায় তো বেশ মিল, পার্থক্যটা কোথায় বলো তো?’
খানিকক্ষণের নীরবতা, হঠাৎ এক প্রত্যুৎপন্নমতি উঠে দাঁড়িয়ে বলল, ‘স্যার, চোখ হলো ফাঁকিবাজ ছাত্র, পড়াশোনা করলেও বাড়ির কাজ করে না। কিন্তু ক্যামেরা ভালো ছাত্র, নিয়মিত বাড়ির কাজ করে, কিছু পড়লেই কাগজে লিখে ফেলে!’

> রঞ্জু রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। কিছুদিন পর সে একটি ছাগল নিয়ে বাড়ি ফিরল। এটা দেখে রঞ্জুর স্ত্রী বললো—
রঞ্জুর স্ত্রী: ওই বদমাশটাকে নিয়ে এলে কেন?
রঞ্জু: বদমাশ বলছ কেন, দেখছ না এটা ছাগল!
রঞ্জুর স্ত্রী: আমি তো ছাগলকেই জিজ্ঞেস করেছি।

>স্বামী: এই দেখো তোমার জন্মদিন উপলক্ষে এই নেকলেসটা এনেছি।
স্ত্রী: কিন্তু, আমিতো গাড়ি চেয়েছিলাম।
স্বামী: কী করব বলো, নকল গাড়ি যে পাওয়া যায় না।

>স্ত্রী: আর পারি না তোমার সংসার নিয়ে। আমার হাড্ডি কয়লা হয়ে গেল! এই সংসার আমি আর করব না!
স্বামী: এই নাও, গরম গরম লাড্ডু খাও!
স্ত্রী: আমাকে পটানোর চেষ্টা চলছে?
স্বামী: কী কয় পাগলি! ভালো কাজের আগে মিষ্টি মুখ করে নিতে হয়।

>স্বামী: আই লাভ ইউ!
স্ত্রী: আই লাভ ইউ টু! আমি তোমাকে এত ভালোবাসি... এত ভালোবাসি যে, পুরা দুনিয়ার সঙ্গে লড়াই করতে পারি তোমার জন্য!
স্বামী: কিন্তু তুমি তো সারাক্ষণ আমার সঙ্গেই লড়াই করতে ব্যস্ত।
স্ত্রী: কারণ, আমার কাছে তুমিই হচ্ছে পুরো দুনিয়া!

Advertisement

( Disclaimer: এখানে দেওয়া কৌতুকগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে৷ আমাদের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়া৷ আমাদের উদ্দেশ্য কোনও জাতি, ধর্ম, নাম বা বর্ণের ভিত্তিতে কাউকে হেয় করা বা উপহাস করা নয়।)

POST A COMMENT
Advertisement