
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে একটি জনবহুল রাস্তার পাশে তীব্র বিস্ফোরণ হতে দেখা যাচ্ছে। আর এই বিস্ফোরণের তীব্রতা এতটাই যে ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ।
ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, এই বিস্ফোরণটি ঘটেছে পাকিস্তান আর্মির সদর দফতরে। আর এর ফলে নিহত হয়েছেন অন্ততপক্ষে ২০ জন পাক সেনা। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “পাকিস্তানে পাকিস্তানি সেনা সদর দপ্তরে জোরদার বিস্ফোরণ, ২০ পাকিস্তানি সেনা পুড়ে ছাই।”
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি পাকিস্তান আর্মির সদর দফতরের নয়। বরং সেটি চলতি বছরের ১৮ মার্চ সিরিয়ার পূর্ব ঘৌতার দৌমা শহরে একটি তেলের ট্যাঙ্কার বিস্ফোরণের দৃশ্য।
কীভাবে জানা গেল সত্য?
প্রথমত, পাকিস্তান আর্মির সদর দফতরে সম্প্রতি কোনও বিস্ফোরণের ঘটনা ঘটলে এবং তাতে ২০ জন সেনার মৃত্যু হলে সেই সংক্রান্ত খবর অবশ্যই প্রথম শ্রেণির জাতীয় তথা আন্তর্জাতিক সংবাদ মাধ্যগুলিতে প্রাকাশি হত। কিন্তু এ বিষয়ে কিওয়ার্ড সার্চ করলে এমন কোনও নির্ভরযোগ্য প্রতিবেদন বা তথ্য খুঁজে পাওয়া যায়নি যা থেকে এর সত্যতা প্রমাণ হয়। এর থেকে অনুমান করা যায় যে ভিডিওটি অন্য কোনও স্থান বা ঘটনার হতে পারে।
তাই এরপর ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে আমরা সেটি থেকে একাধিক স্ক্রিনশট নিয়ে সেগুলি গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। তখন ২০২৫ সালের ১৮ মার্চ ব্রিটিশ ভিত্তিক সংবাদমাধ্যম Sky News-এর আরবি সংস্করণ Sky News Arabia-র অফিশিয়াল ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডেলে এই একই ভিডিও খুঁজে পাই। ভিডিওটি শেয়ার করে সেখানে উল্লেখ করা হয়েছে, “গ্রামীণ দামেস্কের দৌমা শহরে একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণের মুহূর্ত।”
لحظة انفجار صهريج وقود في مدينة دوما بريف #دمشق #سوشال_سكاي pic.twitter.com/tubgW9c2P8
— سكاي نيوز عربية (@skynewsarabia) March 18, 2025
উক্ত তথ্যের উপরে ভিত্তি করে পরবর্তী সার্চ করলে সিরিয়া ভিত্তিক সংবাদমাধ্যম Syria TV-র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই একই ভিডিও-সহ একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদন অনুযায়ী, গ্রামীণ দামেস্কের দৌমা শহরে এই জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণের জেরে দু’জন আহত হয়েছিল। বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে দেয় উদ্ধারকারীরা।
পাশাপাশি একাধিক অন্তর্জাতিক ও সিরিয়া ভিত্তিক সংবাদমাধ্যমের ওয়েবসাইটেও এই একই ভিডিও কিংবা ভিডিওর স্ক্রিনশট-সহ এই ঘটনা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই সব প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৮ মার্চ সিরিয়ার গ্রামীণ দামেস্কের পূর্ব ঘৌতায় অবস্থিত দৌমা শহরের মেসরাবা ব্রিজ সংলগ্ন এলাকায় একটি জ্বালানির ট্যাঙ্কার থেকে এই বিস্ফোরণের সূত্রপাত। এতে আহত হয় দু’জন মানুষ এবং ভস্মীভূত হয় পাশ্ববর্তী একটি গুদাম। তবে এই ঘটনায় কারোর প্রাণহানির কোনও খবর নেই।
এর থেকে প্রমাণ হয় যে, পাকিস্তান আর্মির সদর দফতরের দৃশ্য দাবি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে সিরিয়ার দৌমা শহরে জ্বালানির ট্যাঙ্কার বিস্ফোরণের ভিডিও।
ভিডিওটিতে পাকিস্তান আর্মির সদর দফতরে বিস্ফোরণের দৃশ্য দেখা যাচ্ছে। এতে নিহত হয়েছেন ২০ জন পাক সেনা।
ভাইরাল ভিডিওটি পাকিস্তান আর্মির সদর দফতরের নয়। বরং সেটি চলতি বছরের ১৮ মার্চ সিরিয়ার পূর্ব ঘৌতার দৌমা শহরে একটি তেলের ট্যাঙ্কার বিস্ফোরণের দৃশ্য।