
ঈদের আগে সাম্প্রদায়িক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল মাদলা জেলার মোথাবাড়ি। বর্তমানেও পরিস্থিতি থমথমে। এই আবহে বাজারের মাঝে ব্যস্ত এলাকায় নারীর পোশাকে থাকা একজনকে বেদম মারধরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।
এই ভিডিওতে জনাকয়েক উন্মত্ত ব্যক্তিকে দেখা যাচ্ছে রাস্তার মাঝেই নারীর পোশাকে থাকা ওই ব্যক্তিকে কিল-চড়-ঘুষি মেরে যেতে। ভিডিওটি পোস্ট করে তা মালদার মোথাবাড়ির ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, "মালদার মোথাবাড়িতে জি*হাদি মুসলিমের হাতে আক্রান্ত হলো কিন্নর সম্প্রদায়। এর বিচার চাই।"
কেউ আবার এই একই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, "মোথা বাড়িতে জিহাদি দ্বারা হিজরা গোষ্ঠী আক্রান্ত। পশ্চিমবঙ্গ বাংলাদেশ যাওয়ার পথে.....।"
আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি মোথাবাড়ি, মালদার নয়। এমনকি ভারত বা পশ্চিমবঙ্গেরও নয়, বরং বাংলাদেশের।
যেভাবে জানা গেল সত্যি
ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে তার রিভার্স ইমেজ সার্চ করা হলে ওই একই ভিডিও একটি বাংলাদেশের এক্স প্যারোডি হ্যান্ডেলে দেখা যায়। সেই এক্স হ্যান্ডেল ভিডিওটি পোস্ট করে লেখা হয়, "আইনের শাসন ব্যবস্থা ধ্বংস করে ছেড়ে দিয়েছে ইউনুস জণগণের উপর। তাইতো চলছে ইউনুসের দোসর দিয়ে মবের রাজনীতি। মবের মুল্লুকে আইনের শাসন ব্যবস্থা বাদ দিয়ে চলমান মব ব্যবস্থা।"
আইনের শাসন ব্যবস্থা ধ্বংস করে ছেড়ে দিয়েছে ইউনুস জণগণের উপর। তাইতো চলছে ইউনুসের দোসর দিয়ে মবের রাজনীতি। মবের মুল্লুকে আইনের শাসন ব্যবস্থা বাদ দিয়ে চলমান মব ব্যবস্থা। pic.twitter.com/IG3xPbl1Wu
— Zahid Zaha (@zaha_zahid) March 29, 2025
গত ২৯ মার্চ পোস্ট হওয়া এই ভিডিও থেকে একটা আন্দাজ পাওয়া যায় যে ভিডিও সম্ভবত বাংলাদেশের হতে পারে।
এই সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করা হলে ওই একই ভিডিও দেখা যায় বরগুনা নিউজ নামের একটি ফেসবুক পেজে। ২৯ মার্চ ভিডিওটি পোস্ট করে লেখা হয়, "ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঈদ বাজারে হিজড়াদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পি'টু'নি।" ব্রাহ্মণবাড়িয়া হলো বাংলাদেশের একটি জেলা ও সদর শহর।
অতিরিক্ত সার্চের পর এই বিষয়ক একই ভিডিও বাংলাদেশি সংবাদ মাধ্যম আরটিভি নিউজের ইউটিউব পেজেও দেখতে পাওয়া যায়। "ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঈদ বাজারে হিজড়াদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পি'টু'নি" শিরোনাম-সহ এখানেও একই ভিডিও প্রকাশ করা হয়। আইনিউজবিডি নামের একটি সংবাদ পোর্টালেও একই ভিডিও প্রকাশ করা হয়।
এই ঘটনা সম্পর্কে এর থেকে বেশি বিস্তারিত তথ্য না পাওয়া গেলেও এ কথা বুঝতে বাকি থাকে না যে বাংলাদেশের একটি ঘটনাকে মালদার মোথাবাড়ির দৃশ্য বলে চালিয়ে দেওয়া হচ্ছে।
এই ভিডিওটি মালদা মোথাবাড়ির যেখানে মুসলিমদের দ্বারা এক কিন্নর ব্যক্তিকে আক্রান্ত হতে দেখা যাচ্ছে।
ভাইরাল ভিডিওটি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঈদ বাজারের। চাঁদাবাজির কারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের মারধর করা হচ্ছিল।