ফ্যাক্ট চেক: পাকিস্তানি সেনার ভারতে প্রবেশের দৃশ্য দাবিতে ছড়াল নেপালের বিক্ষোভের পুরনো ভিডিও 

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটির সঙ্গে ভারত-পাকিস্তান যুদ্ধের কোনও সম্পর্ক নেই। বরং সেটি নেপালে পুনরায় রাজতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে চলতি বছরের ২৮ মার্চ রাজধানী কাঠমান্ডুর তিনকুনে এলাকায় আয়োজিত বিক্ষোভের দৃশ্য।

Advertisement
ফ্যাক্ট চেক: পাকিস্তানি সেনার ভারতে প্রবেশের দৃশ্য দাবিতে ছড়াল নেপালের বিক্ষোভের পুরনো ভিডিও 

‘অপারেশন সিঁদুর’ পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে ভারত-পাকিস্তান যুদ্ধ সংক্রান্ত একাধিক ভিডিও। এমনই একটি ভিডিওতে কোনও রাস্তার উপরে সেনা বাহিনীর শতশত সদস্যকে টহল দিতে দেখা যাচ্ছে। অন্যদিকে সেই দৃশ্য ক্যামেরা বন্দি করছেন সেখানে উপস্থিত সাংবাদমাধ্যমের কর্মীরা থেকে শুরু করে সাধারণ মানুষরা।

ভারত-পাকিস্তান যুদ্ধের অবহে ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, সেটি পাকিস্তানি সেনাদের ভারতে প্রবেশের দৃশ্য। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “দেখেন ভারতবর্ষে সীমানার ভিতরে ঢুকে গেছে পাকিস্তানি সেনারা একেই বলে পাকিস্তান।” (বানান অপরিবর্তিত)

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটির সঙ্গে ভারত-পাকিস্তান যুদ্ধের কোনও সম্পর্ক নেই। বরং সেটি নেপালে পুনরায় রাজতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে চলতি বছরের ২৮ মার্চ রাজধানী কাঠমান্ডুর তিনকুনে এলাকায় আয়োজিত বিক্ষোভের দৃশ্য।

সত্য উন্মোচন হলো যেভাবে 

ভাইরাল ভিডিও ও দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৫ সালের ২৮ মার্চ নিউজ নেশনের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এই একই ভিডিও-সহ একটি পোস্ট পাওয়া যায়। সেই পোস্ট অনুযায়ী, সেটি রাজতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে আয়োজিত বিক্ষোভে পুলিশি পদক্ষেপের দৃশ্য।  

এরপর উক্ত সূত্র ধরে এই সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করলে Helping Hands নামাক নেপালভিত্তিক একটি সংবাদমাধ্যমের ফেসবুক পেজে ২০২৫ সালের ২৮ মার্চ এই একই ভিডিওর একটি বর্ধিত সংস্করণ পাওয়া যায়। সেই ভিডিওর ক্যাপশান থেকে জানা যায়, নেপালের রাজধানী কাঠমান্ডুর তিনকুনে এলাকায় রাজতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত বিক্ষোভে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

এরপর উক্ত সূত্র ধরে পরবর্তী অনুসন্ধান চালালে ২০২৫ সালের ২৮ মার্চ নেপালভিত্তিক সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টে এই সংক্রান্ত দুটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদন থেকে জানা যায়, নেপালে পুনরায় রাজতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে ২৮ মার্চ রাজধানী কাঠমান্ডুর তিনকুনে এলাকায় একটি ভবন ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এক পর্যয়ে অন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। তখন তারা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। পাল্টা পুলিশ আত্মরক্ষার্থে কাঁদানে গ্যাস ছোঁড়ে। এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী ও অন্দোলনকারী আহত হয়।

Advertisement

এর থেকে প্রমাণ হয় যে, নেপালের রাজধানী কাঠমান্ডুর পুরনো অসম্পর্কিত ভিডিও বিভ্রান্তিকর দাবি-সহ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে।

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

ভিডিওতে পাকিস্তানি সেনাকে ভারতে প্রবেশ করতে দেখা যাচ্ছে।

ফলাফল

ভিডিওটিতে নেপালে পুনরায় রাজতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে চলতি বছরের ২৮ মার্চ রাজধানী কাঠমান্ডুর তিনকুনে এলাকায় আয়োজিত বিক্ষোভের দৃশ্য।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement