ফ্যাক্ট চেক: দিল্লিতে গরীব বিক্রেতাদের দোকানে পুলিশের বুলডোজার? না, ভিডিওটি হরিয়ানার

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি দিল্লি কিংবা উত্তর প্রদেশের নয়। বরং এটি হরিয়ানার বাহাদুরগড়ের প্যাটেল নগরের ঘটনা।

Advertisement
ফ্যাক্ট চেক: দিল্লিতে গরীব বিক্রেতাদের দোকানে পুলিশের বুলডোজার? না, ভিডিওটি হরিয়ানার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে এক পুলিশ আধিকারিকের নির্দেশে কোনও রাস্তার পাশে দেওয়া সবজির দোকানে রাখা সবজি জেসিবি দিয়ে ফেলে দেওয়া হচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, দিল্লিতে বিজেপির ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসার পরে গরীবদের সবজির দোকানে বুলডোজার চালিয়েছে পুলিশ।

উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “#দিল্লি  দিল্লিতে ডবল ইঞ্জিন সরকার বিজেপি ক্ষমতায় আসার পর গরিবের পেটে লাথি মারছে।  #বিজেপি #হটাও #দেশ #বাঁচাও।” (সব বানান অপরিবর্তিত)

অন্যদিকে এই একই ভিডিও শেয়ার করে কেউ কেউ এটিকে যোগী আদিত্যনাথ শাসনাধিন উত্তরপ্রদেশের ঘটনা বলে উল্লেখ করেছেন। ভিডিওটি শেয়ার করে অপর একজন লিখেছেন, “গরিব দরদী বিজেপি তাদের ডবল ইঞ্জিন সরকার  উত্তর প্রদেশে গরিব মানুষদের সব্জি বিতরণ করছে।”

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি দিল্লি কিংবা উত্তর প্রদেশের নয়। বরং এটি হরিয়ানার বাহাদুরগড়ের প্যাটেল নগরের ঘটনা।

সত্য উন্মোচন হলো যেভাবে

ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম সংগ্রহ করে সেগুলি গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই একই ভিডিও-সহ একটি পোস্ট পাওয়া যায়। ভিডিওটি শেয়ার করে উল্লেখ করা হয়েছে, “ইনি হলেন হরিয়ানার বাহাদুরগড়ের একজন সাহসী এসিপি দীনেশ কুমার। তিনি রাস্তার উপরে দোকান দেওয়া দরিদ্র সবজি বিক্রেতাদের সবজি বুলডোজার দিয়ে পেলে দিয়েছেন। এবং এই ঘটনার একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন।”

এরপর উক্ত তথ্যের উপরে ভিত্তি করে পরবর্তী অনুসন্ধান চালালে দৈনিক ভাস্কর-সহ একাধিক সংবাদমাধ্যমে এই একই ভিডিও-সহ এই সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন পাওয়া যায়। সেই সব প্রতিবেদন থেকে জানা যায়, হরিয়ানার বাহাদুরগড়ের প্যাটেল নগরে রাস্তার পাশে অবৈধভাবে একধিক সবজির দোকান দেওয়া হচ্ছিল দীর্ঘদিন ধরে। এই সংক্রান্ত একাধিক অভিযোগ পাওয়ার পরে বাহাদুরগড়ের এসিপি ট্রাফিক দীনেশ কুমার অবৈধ দখলদারী অপসারণের উদ্দেশ্যে একটি জেসিবি নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এবং তিনি চালককে সবজির দোকানগুলির উপরে জেসিবি চালানোর নির্দেশ দেন। 

Advertisement

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এসিপি দীনেশ কুমারের কাজের পদ্ধতি নিয়ে শুরু হয় বিতর্ক। আর এর পরে গত হরিয়ানার ডিজিপি ওপি সিংয়ের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে বাহাদুরগড়ের এসিপি দীনেশ কুমারের এই অভিযান নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়। যেখানে বাহাদুরগড়ের ডিসিপি মায়াঙ্ক মিশ্র জানিয়েছেন, “রাস্তা অবরোধ এবং দখলদারিত্বের অসংখ্য অভিযোগ পাওয়ার পর পুলিশ সেখানে অভিযান চালায়। তবে উদ্দেশ্য সঠিক হলেও পদ্ধতিটি ভুল ছিল। যেভাবে সবজির দোকানগুলি অপসরণ করা হয়েছে তা পুলিশের নীতি নয়। তাই, ভবিষ্যতে তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। বাহাদুরগড় এবং ঝাজ্জর পুলিশ সর্বোচ্চ সংবেদনশীলতার সঙ্গে আইনশৃঙ্খলা বজায় রাখবে।”

এর থেকে প্রমাণ হয় যে, হরিয়ানায় রাস্তার উপরে অবৈধ দখল অপসরণের ভিডিও দিল্লি অথবা উত্তর প্রদেশের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে।

ফ্যাক্ট চেক

facebook users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে, দিল্লিতে বিজেপির ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসার পরে গরীবদের সবজির দোকানে বুলডোজার চালিয়েছে দিল্লি পুলিশ।

ফলাফল

ভাইরাল ভিডিওটি দিল্লি বা উত্তরপ্রদেশের নয়। বরং এটি বরং এটি হরিয়ানার বাহাদুরগড়ের প্যাটেল নগরের ঘটনা।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement